Authors
Claim
ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশে বসবাসকরী হিন্দুদের বাঁচানোর দাবি করছে দুটি অসহায় শিশু।
Fact
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলেও ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যায়নি। অর্থাৎ ছবিটি কোন ব্যক্তির তোলা বা কোন সময়ের, সেটা জানা যায়নি।
শিশুর হাতে যে প্ল্যাকার্ড রয়েছে সেখানে বানান ভুল রয়েছে। ‘Save Bangladeshi Hindu’-র বদলে প্ল্যাকার্ডে লেখা রয়েছে- ‘Save Bangliadekhi Hinsdus’। এছাড়া প্ল্যাকার্ড ধরে থাকা শিশুটির হাতের আঙুলেও কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়।
এখান থেকেই আমাদের সন্দেহ হয় যে, ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হতে পারে। তাই হাইভ মডারেশন টুলের সাহায্যে পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যায় যে, ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।
Result: False
Sources
News Checker’s own investigation
HIVE Moderation Tool
If you would like us to fact-check a claim, give feedback or lodge a complaint, WhatsApp us at 9999499044 or email us at checkthis@newschecker.in. You can also visit the Contact Us page and fill out the form. Follow our WhatsApp channel for more updates.