রবিবার, ডিসেম্বর 8, 2024
রবিবার, ডিসেম্বর 8, 2024

HomeFact CheckWeekly Wrap: লকেট চট্টোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি থেকে প্রশান্ত কিশোরের বিজেপি-যোগ,...

Weekly Wrap: লকেট চট্টোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি থেকে প্রশান্ত কিশোরের বিজেপি-যোগ, অমিত শাহ থেকে এবিপি আনন্দ, নির্বাচনের বাজারে ভাইরাল দাবিগুলোর সত্যতা জানুন 

“মমতা বন্দ্যোপাধ্য়ায় দুর্গাপুজোয় ছুটি দেন না“, অমিত শাহের এই অভিযোগ থেকে প্রশান্ত কিশোরের বিজেপির মুখপাত্র হওয়া। লকেট চট্টোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি থেকে বারাকপুর নিয়ে এবিপি আনন্দের ওপিনিয়ন পোল। নির্বাচনের বাজারে এবারের Weekly Wrap-তে ভাইরাল দাবিগুলোর সত্যতা জানুন। 

“রমজানে দেন, দুর্গাপুজোয় ছুটি দেন না মমতা”, জনসভায় ভুয়ো দাবি অমিত শাহের

রাজ্য সরকারের তরফে দুর্গাপুুজোয় ছুটি দেওয়া হয় না বলে যে দাবি অমিত শাহের তরফে করা হয়েছে, তা সঠিক নয়।  

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

ভোটকুশলী প্রশান্ত কিশোরকে মুখপাত্র নির্বাচিত করল বিজেপি? ভাইরাল চিঠির সত্যতা জানুন 

ভাইরাল চিঠিটি ভুয়ো। প্রশান্ত কিশোরকে মুখপাত্র নির্বাচিত করেনি বিজেপি।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধের হুঁশিয়ারি লকেটের? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন

৩৫টি আসন পেলে বিজেপি এরাজ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বন্ধ করে দেবে, এমন কোনও মন্তব্য লকেট চট্টোপাধ্যায় করেননি। ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

পঞ্চম দফার ভোটের পর আনন্দবাজার পত্রিকার মাস্টহেড ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ভুয়ো স্ক্রিনশট 

পঞ্চম দফার ভোটের পর তৃণমূলের এগিয়ে  এবং বিজেপি পিছিয়ে সংক্রান্ত কোনও প্রতিবেদন প্রকাশ করেনি আনন্দবাজার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ভুয়ো স্ক্রিনশট।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

ভারত নয়, বিজেপির বিজ্ঞাপনে ব্যবহৃত মেট্রোর ছবিটি সিঙ্গাপুরের

বিজেপির বিজ্ঞাপনে ব্যবহৃত মেট্রো রেলের ছবিটি ভারতের নয়, বরং সিঙ্গাপুরের। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

বারাকপুরের সম্ভাব্য জয়ী হিসেবে পার্থ ভৌমিকের নাম সম্প্রচার করেনি এবিপি আনন্দ, সোশ্যাল মিডিয়ায় ছড়ালো সমীক্ষার ভুয়ো স্ক্রিনশট

ভাইরাল স্ক্রিনশটটি সম্পাদিত। ওপিনিয়ন পোলে বারাকপুরের সম্ভাব্য প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম সম্প্রচার করেনি এবিপি আনন্দ।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

ভিভিপ্যাট মেশিনে কারচুপি করে লোকসভা ভোট জয়ের চেষ্টায় বিজেপি? না, ভুয়ো দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ালো পুরনো ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটির সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কোনও যোগ নেই। ভিডিয়োটি পুরনো এবং ভাবনগরের জেলা শাসকের দফতর এটা স্পষ্ট করেই দিয়েছে যে ভিডিয়োটি সেখানকার।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন। 

Most Popular