Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Coronavirus
দাবি
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে প্রাণঘাতী রোগ Covid-19 corona – প্রতিষেধক আবিষ্কার করতে বিজ্ঞানীরা সফল হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প খুব শীঘ্রই এই প্রতিষেধকের আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
এই ধরণের কিছু পোস্টের ছবি নিচে দেওয়া হলো।


বিশ্লেষণ
করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্ব ভয়ে সিঁটিয়ে রয়েছে। কবে এই মারণ রোগের প্রতিষেধক সাধারণ মানুষের হাতে পৌঁছাবে সেই সম্পর্কে এখনও কোনো দেশ কোনো আশার আলো দেখাতে পারেনি। ভারতে এই করোনাতে আক্রান্তের সংখ্যা ৪৬৪৩ এবং ১৪৯ জনের মৃত্যু হয়েছে।
তৃতীয় পর্যায়ে পৌঁছানোর আগেই ভারতে সংক্রমণের সংখ্যা এতো বেড়ে যাওয়ার ফলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য মন্ত্রীরা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
আমাদের Newschecker whatsapp নম্বরে একটি মেসেজ আমরা পাই যেখানে বলা হয়েছে – ‘খুশির খবর, শেষমেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। করোনা রোগী এবার শুধুমাত্র ৩ ঘন্টার মধ্যে সেরে উঠবে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে Roche Medical Company রোগের প্রতিষেধক আবিষ্কার করেছে। আগামী রবিবার জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিক ঘোষণা হবে এই ওষুধের ব্যাপারে।’
আমাদের এই মেসেজের ব্যাপারে যথেষ্ট সন্দেহ হতে থাকে কারণ, প্রথমত করোনার যে মারণ ব্যাপ্তি ঘটেছে সারা বিশ্ব জুড়ে, তাকে প্রতিরোধ করার উপায় খুঁজে পাওয়া গেছে, এই ধরণের কোনো খবর কোনো মিডিয়া চ্যানেল বা সরকারের পক্ষ্য থেকে কোনো ধরণের বিজ্ঞপ্তি আসেনি।
দ্বিতীয়ত হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির তরফ থেকে এখনো এই ধরণের কোনো ওষুধের আবিষ্কারের সংবাদ পাওয়া যায়নি।
ভাইরাল মেসেজের মধ্যে যে ওষুধের সংস্থাটির নাম দেওয়া হয়েছে তার নাম হলো Roche Medical Company, কিন্তু হোয়াটস্যাপ মেসেজের ভাইরাল ছবিটির ওষুধের গায়ে যে নামটি লেখা আছে তার নাম হলো Sugetech . এই ওষুধের কোম্পানির সম্পর্কে যখন আমরা গুগলে খোঁজ করি, জানা যায় যে এটি একটি দক্ষিণ কোরিয়ার কোম্পানি। অর্থাৎ ভাইরাল মেসেজটিতে যে ওষুধের কোম্পানির নাম দেওয়া হয়েছে তার সাথে এই কোম্পানির নামের পার্থক্য হয়েছে।

অন্য একটি বিষয় হলো এই কোম্পানির ওয়েবসাইটটি যখন দেখি সেখানে Covid-19 এর সম্পর্কে যে সব বিবরণ দেওয়া হয়েছে তার মধ্যে পরিষ্কার করে লেখা রয়েছে “Test Kit”-অর্থাৎ এটি শুধু মাত্র পরীক্ষামূলক একটি কিট। প্রকৃত ওষুধ এখনো বাজারে বের হয়নি।

গুগলে কিছু keyword এর দ্বারা আমরা করোনার ভ্যাকসিন টেস্টের খবর সম্পর্কে খোঁজ করি এবং জানা যায় যে জেনিফার হেলার নামক ৪৩ বছর বয়সী এক মহিলার উপর করোনার ভ্যাকসিনের প্রথম প্রচেষ্টা চালানো হয়েছে। Daily mail UK, Forbes, Fox40
এই পত্রিকাগুলিতে এই খবর সম্পর্কে আমরা সম্পূর্ণ বিবরণ পাই।
এছাড়াও WHO এর তরফ থেকেও এই ভ্যাকসিনের বা অন্য কোনো এন্টিবায়োটিকের সম্পর্কে কোনো নির্দেশ দেওয়া হয়নি।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই দাবির কোনো সত্যতা আমরা পাইনি বরং এই মেসেজ যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। করোনা ভ্যাকসিনের নাম যে ওষুধের ছবিটি ভাইরাল হচ্ছে তা কেবল করোনার টেস্ট কিট। যদিও এর প্রতিষেধক তাড়াতাড়ি বাজারে আনার জন্য প্রতিটি দেশ প্রাণপণ চেষ্টা চালাচ্ছে।
ব্যবহৃত টুলস
ফলাফল: ভুল ও বিভ্রান্তিকর
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )