শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeCoronavirusগন্তব্য স্থলের উদ্দেশ্যে এক পায়ে সাইকেল চালিয়ে পরিবারকে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও...

গন্তব্য স্থলের উদ্দেশ্যে এক পায়ে সাইকেল চালিয়ে পরিবারকে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও ২০১৮ সালের

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.


দাবি: ফেসবুকে ভাইরাল একটি ভিডিও যেখানে এক  পা বিহীন এক ব্যক্তিকে এক হাতে বাঁশ ও অবশিষ্ট অন্য পাদিয়ে সাইকেল চালাতে দেখা যাচ্ছে।  পেছনের সিটে তার পরিবার বসা। 

https://www.facebook.com/biswabanglahaldia/videos/232495914711891/

https://www.facebook.com/106859930979675/videos/826632847830565/

বিশ্লেষণ: করোনার লকডাউনের ফলে অনেক গরিব পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে।  লকডাউনের কারণে সারা ভারত জুড়ে প্রায় ১২.২কোটি মানুষের জীবিকা চলে গেছে।  বহু সংস্থান এমন আছে যারা তাদের কর্মচারীদের ঠিক মতো মাস-মাইনে পর্যন্ত দিতে অসমর্থ।  কর্মহীন  হয়ে পড়ার  সব থেকে বেশি প্রভাব পড়েছে পরিযায়ী শ্রমিকদের উপর। ঠিকা কাজের সাথে যারা যুক্ত ছিলেন, কাজ বন্ধ থাকার ফলে না তারা টাকা পাচ্ছেন, না বাড়িভাড়া দিতে পাচ্ছেন না দুবেলার খাবার জোগাড় করতে পারছেন।  সব মিলিয়ে ভারত করোনার সাথে লড়াই করার সাথে সাথে কর্মহীনতা ও দারিদ্রতার সাথেও সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে।  

Newschecker.in এর whatsapp নম্বরে একটি ভিডিও আসে, যেখানে দেখা যাচ্ছে এক পা বিহীন এক ব্যক্তি সাইকেলে করে তার পরিবার কে নিয়ে রাস্তায় নেমে পড়েছে। ভারতের প্রধান মন্ত্রী মোদী ভারতকে আত্মনির্ভর হতে বলেছেন, সেই আত্মনির্ভরের একটি সুন্দর উদাহরণ হলো এই ব্যক্তি যে নিয়েজের একটি পা না থাকা সত্ত্বেও তার পরিবারকে নিয়ে তার গন্তব্য স্থলের দিকে সাইকেল চালিয়ে যাত্রা শুরু করেছে।  

কিন্তু এই ভিডিওটি কি করোনা লকডাউনের  পরিস্থিতির  সময় কার ভিডিও? 


 আমরা ভিডিওটির Yandex টুলের সাহায্যে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে ও -এ সার্চ করতে থাকি।  এই সময় আমরা কতগুলি লিংক পাই যা ২০১৮ সালের। 

ইউটুবের একটি ভিডিও লিংক পাই যেখান এই ভিডিওটি ২০১৮ সালে আপলোড করা হয়েছিল।  

https://www.youtube.com/watch?v=nrhUhre4ugk

এছাড়াও একটি তেলেগু ফেসবুকের লিংক পাই  Viral Telegu নামের পেজ যেখানে ২০১৮ সালেই এই ভিডিওটি পেজটিতে আপলোড করা হয়েছে। তেলেগুতে লেখা “ভাই আপনার থেকে অনেক কিছু শেখার আছে, আপনাকে সেলাম জানাই ” ।

హ్యాట్సాఫ్ బ్రదర్ ..నిన్ను చూసి చాలా మంది నేర్చుకోవాలి

https://www.facebook.com/teluguviral123/videos/1201274910014426/?v=1201274910014426

 অর্থাৎ করোনার ফলে লকডাউন শুরু হওয়ার পর যে ভিডিওগুলো আমরা দেখিছি  পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে  নিজের বাড়ির উদেশ্যে পারি দেওয়ার, তার সাথে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই।  এই ভিডিওটি ২০১৮ সালের ভিডিও। 

ব্যবহৃত টুলস:

  • Google reverse image search
  • Yandex search
  • Facebook post
  • YouTube post

ফলাফল: অপ্রাসঙ্গিক 

(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। ) 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular