Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: আল-আকসা মসজিদের দখল নিয়েছে ফিলিস্তিনিরা
Fact: ভিডিওটি কয়েকমাস পুরোনো রমজানের সময়ের
ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে ইজরায়েলের আল-আকসা মসজিদের দখল নিয়েছে “স্বাধীনতাকামী” ফিলিস্তিনিরা। ভিডিওতে আকসা মসজিদের সামনে কয়েকলক্ষ লোকের ভিড় চোখে পড়ছে যারা সমবেত ভাবে আল্লাহের নাম করছে।
পবিত্র রমজান মাসের লায়লাতুল কাদার রাতের ভিডিও হামাস আক্রমণের আবহে ছড়ালো ফেসবুকে। প্যালেস্টাইনের আল-আকসা দখলের নামে যে ছবিটি ভাইরাল হয়েছে তা এপ্রিল মাসে রমজানের সময়ের।
ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করার সময় আমরা Yadex এর মাধ্যমে ইন্দোনেশিয়ার সংবাদের একটি লিংক পাই। Sind News TVর ১৮ই এপ্রিলের রিপোর্টে আমরা জনারণ্য আল-আকসা মসজিদের ছবি পাই।
পবিত্র রমজান ২৭তম দিনে সারারাত ধরে চলে দোয়া, প্রার্থনা। দিনটি লায়লাতুল কাদার নামে পরিচিত। এই দিনটিতে জেরুজালেমের আকসা মসজিদে দশ হাজারেও বেশি ইসলামী মানুষ জমায়েত হয় এবং আতশবাজি পোড়ানো ও প্রার্থনার মাধ্যমে এই বিশেষ রাত উদযাপন করে।
লায়লাতুল কাদার রাতে আল-আকসা মসদিজের আলোকিত ছবি আমরা ইনস্টাগ্রাম থেকেও পেয়েছি। এই বছরে ১৮ই এপ্রিল মসজিদের ছবিগুলোকে আপলোড করা হয়েছিল।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পবিত্র রমজান মাসের লায়লাতুল কাদার রাতের ভিডিও হামাস আক্রমণের আবহে ছড়ালো ফেসবুকে।
Sources
Sind News TV report published on 18 April 2023
Instagram Post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
June 19, 2025
Tanujit Das
June 19, 2025
Tanujit Das
June 18, 2025