Authors
Claim: কাশ্মীরের জি২০ বৈঠকের আগে কাশ্মীরের উন্নয়নের ছবি ছড়িয়েছে যেখানে একটি রাস্তার ছবি রয়েছে
Fact: কাশ্মীরের রাস্তার নামে যে ছবিটি ছড়িয়েছে তা বাংলাদেশের
কাশ্মীরে জি২০ সম্মেলনের আবহে প্রগতিশীল কাশ্মীরের কিছু ছবি ভাইরাল হয়েছে যার মধ্যে আলোকোজ্জ্বল রাস্তার ছবি ভাইরাল হয়েছে। নানা রঙে সাজানো রাস্তায় সার দিয়ে দাঁড়ানো ল্যাম্পোস্ট যেন নতুন কাশ্মীরের রূপ তুলে ধরছে এমনটাই দাবি করা হয়েছে ফেসবুকের পোস্টে।
Fact check / Verification
কাশ্মীরে জি২০ সম্মেলনের আবহে বাংলাদেশের রাস্তার ছবি ছড়ালো সোশ্যাল মিডিয়াতে। কাশ্মীরে গতকাল থেকে শুরু হয়েছে জি২০ সম্মেলন। ৬০জন জন প্রতিনিধি বিদেশ থেকে এসেছে ভূস্বর্গে, কড়ানিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে কাশ্মীরকে। ডাল লেকের পাশে শের-ই কাশ্মীর ইন্টারন্যাশনাল সেন্টারে এই সম্মেলনের সূচনা হয়েছে। সম্মেলনের ভারপ্রাপ্ত ব্যক্তি হর্ষবর্ধন শৃংলা জানিয়েছেন ভারতের নানা প্রান্তে ১১৮টি বৈঠক হবে এবং সকল বিদেশ থেকে আসা জনপ্রতিনিদের নিরাপত্তার জন্য রাখা হবে সুব্যবস্থা। বৈঠকের স্থান নিয়ে আপত্তি জানিয়ে চীন ও তুরস্ক এই সম্মেলনে যোগদান করেনি। যদিও ভারত সরকারের তরফ থেকে জি২০ বৈঠকের স্থান পরিবর্তন করা হয়নি। ভারতের ভূস্বর্গেই শুরু হয়েছে এই বৈদেশিক সম্মেলন।
এখানে ছোট করে জানিয়ে রাখি জি২০ কি – Group Of 20 বা G20তে বিশ্বের উন্নত ও প্রগতিশীল দেশের মধ্যে বৈঠক হয়। এখানে ভারত বাদে রাশিয়া, আমেরিকা, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, চীন, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ইতালির মতো প্রগতিশীল দেশ রয়েছে। বৈঠকে মূলত বৈদেশিক অর্থনীতির সাথে জলবায়ু, এবং স্থিতিশীল উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
কাশ্মীরের রাস্তার নামে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ছবি। ভাইরাল ছবিটির গুগল লেন্সের সহায়তায় খোঁজার পর Akbar নামের একটি ফেসবুক প্রোফাইলে এই ছবিটি ৯ই ফেব্রুয়ারি আপলোড করা হয়েছে। এই পেজটি বাংলাদেশ সিলেটের থেকে পরিচালনা করা হয়।
এছাড়াও আমরা গুগল রিভার্স ইমেজ করার পর পটুয়াখালী ঝাউতলা কথাটি দেখি। একই নামের ফেসবুক পেজ থেকে আমরা পটুখালীর বেশকিছু ছবি ও ভিডিও পাই যেখানে এই রাস্তাটিকে দেখা যাচ্ছে।
৬ই ফেব্রুয়ারি রাস্তার ভাইরাল ছবিটিকে এই পেজের প্রোফাইল পিকচারে দেখা হয়েছে এবং সাথে লেখা রয়েছে – ‘ফটো ক্রেডিট: ZaHidul IsLam SaJid ওনাকে মেনশন করা না যাওয়ায় শুধু নাম দেওয়া হলো।’
এখানে আমরা জাহিহুল দিলাম সাজিদের ফেসবুকের লিংক পাই, তিনি The Business Standerd এর লিংক দিয়েছেন যেখানে বাংলাদেশের এই ছবিটিকে ভারতের কাশ্মীরের নামে চালানো নিয়ে একটি রিপোর্ট করা হয়েছে। এই লিংকের সাথে জাহিহুল লিখেছেন শীত কালে রাত ২টোর সময়ে তোলা এই ছবিকে নিয়ে মানুষ ইচ্ছে মতো ব্যবহার করছে।
গুগল ম্যাপেও পটুয়াখালী বলে খোঁজার পর এই রাস্তাটির বেশকিছু ছবি আমাদের চোখে পড়েছে।
অর্থাৎ ফেসবুকে কাশ্মীরে জি২০ সম্মেলনের আবহে উন্নয়নশীল কাশ্মীরের রাস্তার নামে বাংলাদেশের পটুয়াখালী রাস্তার ছবি ভাইরাল হয়েছে।
(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Hindi তে প্রকাশিত হয়েছে)
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে কাশ্মীরে জি২০ সম্মেলনের আবহে বাংলাদেশের পটুয়াখালী ঝাউতলার রাস্তার ছবি ছড়িয়েছে।
Result: False
Our Sources
Facebook Post of Jhautola Patuakhali uploaded on February 6, 2023
Facebook Post of ZaHidul IsLam SaJid uploaded on February 6, 2023
Google Map