Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সম্প্রতি ফেসবুকে ইসলাম কেন্দ্রিক আপত্তিজনক পোস্টকে ঘিরে বাংলাদেশের বাগেরহাটের এক হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই ঘটনার প্রবাহে ফেসবুকে দুটি অগ্নিকাণ্ডের ছবি ছড়িয়েছে। ছবি দুটোকে পোস্ট করে লেখা হয়েছে ‘ফেসবুকে ইসলাম অবমাননার অজুহাতে #পূর্ব_পাকিস্তান-এর বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের বাঙ্গালীদের বাড়ীতে আগুন দিল মরু সংস্কৃতির ধারক বাহকরা।’
সূত্রপাত হয়েছে বাংলাদেশের বাগেরহাটের মোরেলগঞ্জের আমরবুনিয়া গ্রামে। রমনি বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাস তার ফেসবুক প্রোফাইল থেকে ইসলাম অবমাননাকর পোস্ট করে। এরপর স্থানীয় কিছু মুসলম সম্প্রদায়ের মানুষ এসে তার বাড়ি ভাঙ্গচুর করে এবং খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়।
বাংলাদেশের বাগেরহাটের এক হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা প্রবাহে যে দুটি ছবি ভাইরাল হয়েছে তা এই ঘটনা সম্পর্কিত কিনা জানার জন্য আমরা ছবি দুটির রিভার্স ইমেজ করি।
প্রথম ছবি:
এই ছবিটিকে রিভার্স ইমেজ করার পর আমরা বাংলাদেশ প্রতিদিন সংবাদ পত্রের একটি রিপোর্ট পাই যা প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের এপ্রিল মাসে। জানা গিয়েছে কুমিল্লার একটি সুতোর কারখানায় ৮ই এপ্রিল রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে এবং দমকলের প্রায় ১০টি ইঞ্জিন এসেও এই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আন্তে ব্যর্থ হয়েছিল।
দ্বিতীয় ছবি:
এই ছবিটি ক্যালিফোর্নিয়ার ২০২১ সালের। The New York Times ও CBS News এর ২০২১ সালের রিপোর্ট অনুসারে গত বছরের ২৪শে সেপ্টেম্বরে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রায় ১০মাইল অঞ্চল জুড়ে আগুন লাগে। বাগেরহাটের এক হিন্দুর বাড়িতে আগুন লাগার প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার আগুনের ছবিটি ব্যবহার করা হয়েছে। জানা গিয়েছে ক্যালিফোর্নিয়ার এই ঘটনার জন্য বছর তিরিশের এক মহিলাকে পালিশ আটক করেছিল।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ইসলাম অবমাননাকর পোস্ট করার জন্য বাংলাদেশের বাগেরহাটের এক হিন্দুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে ভাইরাল হলো বছর পুরোনো ক্যালিফর্নিয়া ও কুমিল্লার ছবি।
Our Sources
The New York Times – https://www.nytimes.com/2021/09/24/us/palo-alto-fawn-fire-arrest.html
CBS News – https://www.cbsnews.com/news/fawn-fire-california-redding-evacuations/
Bangladesh Pratidin – https://www.bd-pratidin.com/city-news/2019/04/08/414817
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
March 12, 2025
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025