রবিবার, এপ্রিল 28, 2024
রবিবার, এপ্রিল 28, 2024

HomeFact Checkমধ্যপ্রদেশের সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি ভাঙ্গা নিয়ে ফেসবুকে ছড়ালো বিভ্রান্তিকর দাবি 

মধ্যপ্রদেশের সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি ভাঙ্গা নিয়ে ফেসবুকে ছড়ালো বিভ্রান্তিকর দাবি 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Since 2011, JP has been a media professional working as a reporter, editor, researcher and mass presenter. His mission to save society from the ill effects of disinformation led him to become a fact-checker. He has an MA in Political Science and Mass Communication.

Claim

ফেসবুকে ছড়িয়েছে একটি ভিডিও যেখানে বলা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে একদিকে যেমন মোদি সরকার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি করছে, অন্য দিকে কিছু আরএসএসের ভক্তরা ‘জয় শ্রী রাম’ বলতে বলতে বল্লভ ভাইয়ের মূর্তি ভাঙছে।

কিছু আরএসএসের ভক্তরা ‘জয় শ্রী রাম’ বলতে বলতে বল্লভ ভাইয়ের মূর্তি ভাঙছে
Courtesy: Facebook/ udayandgp

Fact

মধ্যপ্রদেশের সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি ভাঙ্গা নিয়ে ফেসবুকে ছড়ালো বিভ্রান্তিকর দাবি, কারণ আসল ভিডিওতে আরএসএস বা জয় শ্রীরামের কোনো ধ্বনি শুনতে পাওয়া যায়নি। 

গুগলে অনুসন্ধান করার সময় আমরা Financial Express এর ২৫শে জানুয়ারির একটি রিপোর্ট পাই যেখানে বলা হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়নীর কৃষি উপাজ মান্ডি নামক স্থানে একটি খালি জমিতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি গড়ে তোলে পাট্টিদার গোষ্ঠী। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষরা। 

রিপোর্টে আমরা একটি টুইট পাই যেখানে আসল ভিডিওটি রয়েছে। ভিডিওটি টুইট করে লেখা হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়নীতে দলিত ও পাট্টিদারদের মধ্যে বল্লভ ভাই প্যাটেল ও ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তি স্থাপন করা নিয়ে সংঘৰ্ষ হয়। ফাঁকা জমিতে বল্লভ ভাইয়ের মূর্তি দেখে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষরা সেই মূর্তি ভেঙ্গে তছনছ করে দেয়। আসল ভিডিওতে আমরা জয় শ্রীরামের নামে কোনো ধ্বনি শুনতে পাইনি। মূল ঘটনাটি সমাজের দুই সম্প্রদায়ের মধ্যে ঘটেছে। 

অবশেষে কালেক্টরের মধ্যস্থতায় এই দুই সম্প্রদায়ের মধ্যে বচসা শেষ হয়। স্থির হয় ওই ফাঁকা স্থানে সর্দার বল্লভ ভাই প্যাটেল ও আম্বেদকর দুজনের মূর্তি স্থাপিত হবে। বহু বছর ধরে চলা এই বিবাদের মীমাংসা হয় দুই মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে। 

Result: False 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Since 2011, JP has been a media professional working as a reporter, editor, researcher and mass presenter. His mission to save society from the ill effects of disinformation led him to become a fact-checker. He has an MA in Political Science and Mass Communication.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular