Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
কিছুদিন আগে টুইটারে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে একটি কিশোরী মেয়ের হাত-পা বাধা মরদহ দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে এটি পশ্চিম বাংলার ঘটনা। মৃত কিশোরীর নাম কাজল এবং এর দোষ হলো এর পিতা বিজেপির সাথে জড়িত। মুসলিম তোষণকারী দিদির দলের লোক একে তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে।
কোথাও বলা হয়েছে কাজল নাকি প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়েছিলো কিন্তু আর ফেরেনি।
কাজল নামের মেয়েটির ঘটনাটি বাংলাদেশের, পশ্চিম বাংলার নয়। ছবিটির রিভার্স ইমেজ সার্চ করার পর আমরা কোনো সূত্র পেতে ব্যর্থ হয়। এর পর কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর বাংলাদেশের কিছু খবরের লিংক পাই। বাংলা ট্রিবিউন,বাংলাদেশ প্রতিদিন, নিউজজি ২৪ ,সময় নিউজ,বাংলা নিউজ ২৪ এর প্রকাশিত সংবাদের অনুযায়ী বাংলাদেশের শরীয়তপুরের ডামুড্যাপুরের উপজেলায় খাল থেকে উদ্ধার হয় বছর ১৫র কাজলের মৃতদেহ।
জানা যায় প্রতিদিন রাতে সে প্রতিবেশীদের বাড়িতে যেত টিভি দেখতে। ২২শে অক্টোবর সে টিভি দেখতে গেলেও বাড়িতে ফিরে আসেনি। রাত বাড়লেও ঘরের মেয়ে ঘরে না ফেরায় তার পরিবার খোঁজ করতে শুরু করে। পরদিন সকালে কাজলের হাত পা বাধা মরদেহ খালের জলে ভেসে ওঠার পর গ্রামের সবাই তার দেহ উদ্ধার করে থানায় খবর দেয়। ডামুড্যাপুরের ওসি এমারাত হোসেন জানান কাজলের শরীরের কোনো আঘাতের দাগ মেলেনি, ময়নাতদন্তের জন্য তার দেহ মর্গে পাঠানো হয়েছে।
ইউটুবের একটি পেজ থেকে আমরা এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিওটি পাই যেখানে কাজলের মৃতদেহের ভাইরাল ছবিটি দেখতে পাই।
পশ্চিমবঙ্গের নামে করে পুনরায় ভাইরাল হয়েছে বাংলাদেশের কিশোরীর হাত-পা বাধা ছবি। সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি ভাইরাল হয়েছে এই মর্মে যে তার বাবা বাংলার বিজেপির সাথে জড়িত তাই কাজলকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
Bangladesh Pratidin– https://www.bd-pratidin.com/country/2020/10/22/579484
Samay News– https://www.somoynews.tv/pages/details/243493
Bangla News 24 – https://www.banglanews24.com/national/news/bd/819481.details
YouTube link – https://www.youtube.com/watch?v=yU5nrw8lVEw
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
October 27, 2021
Paromita Das
September 20, 2021
Paromita Das
August 6, 2020