রবিবার, ডিসেম্বর 8, 2024
রবিবার, ডিসেম্বর 8, 2024

HomeFact CheckCrimeবিজেপি বাংলার সোশ্যাল মিডিয়াতে থেকে মমতা ও পঃ বঃ নিয়ে ভাইরাল হলো...

বিজেপি বাংলার সোশ্যাল মিডিয়াতে থেকে মমতা ও পঃ বঃ নিয়ে ভাইরাল হলো ভুল তথ্য

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

বিজেপির ফেসবুক ও টুইটার প্রোফাইল থেকে ২০১৮ সালের ধর্ষণের পরিসংখ্যান দেওয়া হয়েছে।  দাবি করা হয়েছে NCB থেকে প্রকাশিত হওয়া রিপোর্টে ২০১৮ সালে দেশে সব থেকে বেশি ধর্ষণ হয়েছে পশ্চিমবঙ্গে। দাবি করা হয়েছে মমতা নিজে একজন মহিলা হয়ে রাজ্যের মহিলাদের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। 

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা ১৪ই  ডিসেম্বর এই পোস্টটি শেয়ার করেছেন ওনার টুইটার প্রফাইলে। 

Fact check / Verification 

ধর্ষণ নিয়ে বিজেপি তৃণমূল সরকারের উপর যে দাবি এনেছে তা ভুল। আমাদের অনুসন্ধানে জানতে পারি ২০১৮ সালে ভারতে সব থেকে বেশি ধর্ষণ হয়েছে মধ্যপ্রদেশে এবং মেয়েদের জন্য দেশের সব থেকে অসুরক্ষিত রাজ্য হলো উত্তর প্রদেশ। 

 গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর জানায় যায় ২০১৮ সালে সব থেকে বেশি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। NDTV, Livemint Business Standard এর পাওয়া রিপোর্ট এবং NCBর রিপোর্ট অনুযায়ী   ২০১৮ সালে উত্তরপ্রদেশে ৫৯,৪৪৫ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে এবং মধ্যপ্রদেশের থেকে  ৫,৪৩৩টি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। জানা যায় ২০১৮তে ১০৬৯টি ধর্ষণের ঘটনা ঘটেছিলো।  ২০১৭ সালে এই পরিসংখ্যানটি ৩২,৫৫৯ ছিল ২০১৮ তে সেই সংখ্যা দাঁড়ায় ৩২,৬৩২ এ। 

Conclusion 

২০১৮ তে দেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে ৫৪৩৩টি ঘটনাই মধ্যপ্রদেশের। বিজেপি থেকে দাবি করা হয়েছিল মমতা ব্যানার্জী নিজে একজন মহিলা হয়ে বাংলার মা- বোনেদের সম্মান রক্ষায় ফেল করেছেন। ২০১৮ তে সব থেকে বেশি ধর্ষণের রাজ্য হিসেবে শীর্ষে আছে বাংলা, যদিও এই দাবি সম্পূর্ণ ভুল। 

Result – Fake

Our sources

NDTV – https://www.ndtv.com/india-news/ncrb-report-madhya-pradesh-registers-highest-number-of-rape-cases-for-third-year-in-row-2161615

Livemint –https://www.livemint.com/news/india/uttar-pradesh-most-unsafe-for-women-madhya-pradesh-records-maximum-rapes-says-ncrb-2018-data-11578567097964.html

Business Standard – https://www.business-standard.com/article/pti-stories/over-1-75-lakh-rapes-in-india-from-2014-18-mp-consistently-reported-most-cases-ncrb-120032000943_1.html

Govt data –https://data.gov.in/resources/stateut-section-wise-cases-registered-under-rape-during-2018

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular