Fact Check
বাইক নয়, বাইক কেনার জন্য টাকা দেবে তৃণমূল সরকার, সোশ্যাল মিডিয়াতে এই টাকা দেওয়া জিয়া ছড়ালো বিভ্রান্তিকর দাবি
বাংলার নির্বাচনের আগে বাংলার যুবকদের বাইক দেবে মমতা ব্যানার্জী !! এই ধরণের দাবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বলা হচ্ছে বাংলার নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা যুবকদের মধ্যে বাইক বন্টনের কথা ঘোষণা করেছেন। ভোটের আগেই মাস্টার স্ট্রোক দিলেন মমতা বলে অনেকে মনে করছে।

Fact check / Verification
তৃণমূল সরকার থেকে মোটর বাইক নয়, বাইক কেনার জন্য দেওয়া হবে টাকা। রাজ্য জুড়ে ২লক্ষ যুবক ও যুবতীদের আত্মনির্ভরশীল করার উদ্যোগে মমতা ব্যানার্জী ৪ঠা নভেম্বর নবান্ন সভাঘর বৈঠকে ঘোষণা করেন রাজ্যের কো -অপারেটিভ ব্যাঙ্ক থেকে দুই লক্ষ ছেলে মেয়েদের বাইক কেনার জন টাকা দেওয়া হবে। এই বাইকের পেছনে থাকবে জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য বাক্স, যেমনটি আমরা দেখে থাকি পিৎজা বা মাছ ডেলিভেরি করার ক্ষেত্রে। এর পেছনে সরকারের উদ্দেশ্য হলো যাতে রাজ্যের যুবক-যুবতীরা নিজেরদের তৈরী করা শাড়ী, বা অন্য হস্তশিল্পের বস্তু বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে উপার্জন করতে পারে। The Telegraph এর প্রকাশিত খবর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক থেকে প্রাপ্ত ভিডিওর দ্বারা এই খবরের সম্পর্কে বিশদে জানতে পারি।

৪ঠা নভেম্বর নবান্ন সভাঘরে বাংলার তপশিলি ও আদিবাসীদের উন্নয়নের জন্য একগুচ্ছ প্রস্তাব আনেন মমতা। এই সভার দিনেই তিনি বাইকের জন্য লোন বা ঋণ দেওয়ার কথা জানান।
Conclusion
পশ্চিমবঙ্গের দুই লক্ষ যুবক-যুবতীদের উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্যোগে কো -অপারেটিভ ব্যাঙ্ক থেকে বাইক কেনার জন্য ঋণ দেওয়া হবে। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ছড়ালো বিভ্রান্তিকর দাবি।
Result – Misleading
Our sources
The Telegraph – https://www.telegraphindia.com/west-bengal/mamata-banerjee-woos-youths-with-bike-loan-plan/cid/1796616
Mamata Banerjee official Facebook video – https://www.facebook.com/364551790278835/videos/367505734317991
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।