(এই প্রতিবেদনটি Newschecker Englishএ প্রকাশিত হয়েছিল)
Claim
অরুণাচলে বানানো হয়েছে বাঁশ দিয়ে এয়ারপোর্ট যা তাদের ঐতিহ্য, ও জনগণকে মাথায় রেখে করা হয়েছে।
টুইটারে ভাইরাল এই দাবির পোস্টটি এখানে দেখা যেতে পারে।

Fact
গুগলে ‘Bamboo Airport India’ লিখে খোঁজার পর আমরা খুব তাড়াতাড়ি কেম্পেগৌড়া আন্তর্জাতিক এয়ারপোর্টের টার্মিনাল ২এর এই মাসে উদ্বোধনের কথা জানতে পারি।
এরপর আমরা অরুণাচলপ্রদেশের ডোনিপোলো এয়ারপোর্টের সম্পর্কে খোঁজ করি যা শীঘ্রই খুলতে চলেছে। এই পর্যায়ে আমরা বেশকিছু রিপোর্ট পাই যেখানে এই এয়ারপোর্টে সম্পর্কে বলা হয়েছে এই এয়ারপোর্টের সামনে দেখা যেতে পারে বাঁশ দিয়ে তৈরী বিভিন্ন ধরণের কারুকার্য, যা অনেকটা হর্নবিল পাখির ডানা মেলার মতো দেখতে। ভারতের এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফেরও একটি টুইট আমরা পাই যেখানে হর্নবিল পাখির ডানা মেলার মতো আকারে বানানো বাঁশের এয়ারপোর্টের ছবি রয়েছে।
কিন্তু এমন কোনো রিপোর্ট পাইনি যেখানে বলা হয়েছে এয়ারপোর্টের টার্মিনাল, ভেতরের অংশেও করা হয়েছে বাঁশের কারুকার্য। এই পর্যায়ে আমরা ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া আন্তর্জাতিক এয়ারপোর্টের ছবি পাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে শীঘ্রই খুলতে চলা কেম্পেগৌড়া আন্তর্জাতিক এয়ারপোর্টের টার্মিনালের ছবি প্রকাশ করেছে যা এখানে, এখানে ও এখানে দেখা যেতে পারে। এখানে জানিয়ে রাখি ছবিগুলোর সাথে ভাইরাল ভিডিওর মিল রয়েছে।
অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে অরুণাচলপ্রদেশে বাঁশের তৈরী এয়ারপোর্টের নাম যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা আসলে ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া আন্তর্জাতিক এয়ারপোর্টের টার্মিনালের ছবি।
Result: False
Our Sources
Report published by the NDTV on November 9, 2022
Report published by the India Today, on November 9, 2022
Report published by the ANI, on November 9, 2022
Report published by the Zee news on November 10, 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।