বুধবার, জানুয়ারি 15, 2025
বুধবার, জানুয়ারি 15, 2025

HomeFact CheckFact Check: কোরান থাকায় ক্য়ালিফোর্নিয়ার দাবানলের গ্রাস থেকে বেঁচে গিয়েছে এই বাড়িটি?...

Fact Check: কোরান থাকায় ক্য়ালিফোর্নিয়ার দাবানলের গ্রাস থেকে বেঁচে গিয়েছে এই বাড়িটি? এই দাবির সত্য়তা জানুন

Claim: আমেরিকার এই বাড়িটিতে একজন মুসলিম ব্য়ক্তি থাকতেন এবং ওই বাড়িতে কোরান  ছিল। তাই দাবানলের আগুনে বাড়িটির কোনও ক্ষতি হয়নি।

Fact: ভাইরাল ছবিটি পুরোন, এর সঙ্গে ক্য়ালিফোর্নিয়ার দাবানলের কোনও যোগ নেই এবং বাড়িটির মালিক মুসলিম নন।

ক্য়ালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে ১২ হাজার সম্পত্তি, ঘর ছাড়া হয়েছেন ৯২ হাজার মানুষ এবং মৃত্য়ু হয়েছে ২৫ জনের। এই পরিস্থিতিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি বড় এলাকায় চারপাশের সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে, কেবলমাত্র লাল ছাদের একটি মাত্র বাড়ির গায়ে কোনও আঁচ লাগেনি। ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেই লিখেছেন, “বলা হয় যে, আমেরিকার এই বাড়িটি একজন মুসলিমের ছিল এবং এতে আল্লাহর পবিত্র কোরআন ছিল, তাই দাবানল আগুনে এর কোনও ক্ষতি হয়নি। সুবহানাল্লাহ”।

Fact Check/ Verification

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ২০২৩ সালের ২৪ অগাস্ট একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছিল NPR সংবাদমাধ্য়মের ওয়েবসাইটে। ‘’Miracle house’ owner hopes it will serve as a base for rebuilding Lahaina’ শিরোনামের ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, ভাইরাল বাড়িটি হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত মাউই দ্বীপের লাহাইনা এলাকায় অবস্থিত।  বাড়ির মালিকের নাম ট্রিপ মিলিকিন এবং ডোরা মিলিকিন। 

Independent সূত্রে খবর, ২০২৩ সালের অগাস্ট মাসে  হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত মাউই দ্বীপেও বিধ্বংসী দাবানলের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায়  ১১৫ জনের মৃত্য়ু হয়েছিল, ভস্মীভূত হয়ে গিয়েছিল ২২০০ বাড়ি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সাড়ে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার।

BBCLAtimes সংবাদমাধ্য়মেও একই ছবি-সহ খবরটি তৎকালীন সময়ে প্রকাশিত হয়েছিল।

Conclusion

সুতরাং এখন এটা প্রমাণিত যে, ভাইরাল ছবিটির সঙ্গে ক্য়ালিফোর্নিয়ার দাবানলের কোনও যোগ নেই এবং বাড়িটির মালিক মুসলিম নন।

Result: False

Sources
Report by NPR, Dated August 24, 2024
Report by Independent, Dated August 24, 2024
Report by BBC, Dated August 24, 2024
Report by LAtimes, Dated August 24, 2024

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular