Authors
Claim: ইজরায়েলের বিরুদ্ধে এবার প্যালেস্টাইনের সাথে যুদ্ধে লড়বে রাশিয়ার সেনা বাহিনী
Fact: ভিডিওটি এক বছর আগে থেকেই সোশ্যাল মিডিয়া রয়েছে, এবং এই সেনারা রাশিয়ার নয়, চেচেন বাহিনীর
ফেসবুকে কিছুদিন আগে ইজরায়েল উপর হামাস আক্রমণের আবহে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বন্দুক, গ্রেনেড হাতে সেনাবাহিনীদের দেখা যাচ্ছে। দাবি এরা রাশিয়ার সেনা যারা প্যালেস্টাইনে যাচ্ছে ইজরায়েলের বিপক্ষে যুদ্ধে সামিল হওয়ার জন্য।
Fact check / Verification
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অস্ত্র সমেত চেচেন বাহিনীর ভিডিও ছড়ালো ফেসবুকে।
ভাইরাল ভিডিওটির সত্যতা জানার জন্য আমরা প্রথমে ভিডিওটির কিফ্রেম রিভার্স ইমেজ করি। Yadex এ আমরা তিনটি লিংক পাই যার মধ্যে ৭ই মার্চ ২০২২ সালে একটি রাশিয়ান ভাষার জার্নাল রয়েছে। উক্ত ভিডিওটি এখানে রয়েছে এবং বলা হয়েছে গত বছর রাশিয়া-ইউক্রেনের হামলার আবহে ইউক্রেনের কিছু টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটি ছড়িয়েছে পরে যেখানে দাবি করা হয়েছিল, চেচেনের সেনাবাহিনী এবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে যুদ্ধে সামিল হয়েছে।
কিন্তু রাশিয়ান ভাষার এই জার্নালটির বাংলায় তর্জমা করলে আমরা আসল বিষয়টি জানতে পারি। ইউক্রেনের হয়ে চেচেন বাহিনীর রাশিয়ার বিপক্ষে যুদ্ধে নামার দাবিটি সম্পূর্ণ ভুল, কারণ চেচেন রাশিয়ার পক্ষে, পুতিনের বিরুদ্ধে গিয়ে ইউক্রেনকে সমর্থন করার দাবিটি মিথ্যা।
ইউটিউবেও এই ভিডিওটি ইজরায়েলের উপর হামাসের আক্রমণের অনেক আগে থেকেই রয়েছে। ভিডিওটিকে এখানে আপলোড করে লেখা হয়েছে ‘রমজান কিদ্ৰোভের সেনা কিয়েভ ঘিরেছে’. এই রমজান কিদ্ৰোভ হলেন চেচেন প্রধান যার সেনা রাশিয়ার হয়ে এই যুদ্ধে অংশ নিয়েছিল।
ভাইরাল ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করলে সেনাবাহিনীর হাতে সবুজ সাদা কাপড় দেখা যাচ্ছে এবং রমজান কিদ্ৰোভের মুখ ছাপা একটি পতাকাও দেখা যাচ্ছে।
একই পতাকা ও সেনার পোশাকের ছবি আমরা Usnews এর ২০শে জুলাই ২০২৩ সালের রিপোর্টেও পাই। যদিও আমরা এর বেশি কোনো তথ্য পাইনি এই ভিডিওটিকে নিয়ে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অস্ত্র সমেত চেচেন বাহিনীর ভিডিও ছড়ালো ফেসবুকে।
Result: False
Sources
Report published by Usnews, 20 July 2023
Journal
YouTube video
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।