সোমবার, ডিসেম্বর 23, 2024
সোমবার, ডিসেম্বর 23, 2024

HomeAI/DeepfakeFact Check: এটা কি টেসলার উড়ন্ত গাড়ির প্রথম ঝলক? ভাইরাল ছবিটির সত্যতা...

Fact Check: এটা কি টেসলার উড়ন্ত গাড়ির প্রথম ঝলক? ভাইরাল ছবিটির সত্যতা জানুন 

Claim

ফেসবুকে এলন মাস্কের টেসলা গাড়িকে ঘিরে ভাইরাল দাবি – ‘এলন মাস্কের উড়ন্ত টেসলা গাড়ির প্রথম প্রোটোটাইপ বিশ্বকে ধাক্কা দিয়েছে’ (বানান অপরিবর্তিত রাখা হয়েছে)

Fact

উড়ন্ত টেসলা গাড়ির প্রথম নিদর্শন সারা বিশ্বকে অবাক করে দিয়েছে, এই দাবির সত্যতা যাচাই করার সময় আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে FortuneTeslarati – এর রিপোর্ট পাই। ১৫ই জুন ২০২৪ এর Teslarati র রিপোর্টে বলা হয়েছে টেসলা ও X এর কর্ণধার এলন মাস্ক তাঁর  X হ্যান্ডেলে লিখেছেন ‘নতুন টেসলা রোডস্টার উড়তেও পারে।’ (বাংলায় অনুবাদ করার হয়েছে)

এর আগে ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ এ X হ্যান্ডেলে মাস্ক লেখেন  – ‘টেসলা রোডস্টারের ডিজাইন নিয়ে আমাদের যে লক্ষ্য রয়েছে, আজ রাত থেকে তার সীমা আরও বাড়তে চলেছে, এই ধরণের গাড়ি আর কখনও হবে না, যদিও এটিকে গাড়ি বলতে পারেন’। এখনও টেসলার পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়নি, কবে টেসলা আধুনিক প্রযুক্তির উড়তে পারা গাড়ি আনবে।

অন্যদিকে Hive টুলের মাধ্যমে আমরা পরীক্ষা করে দেখেছি, উড়ন্ত টেসলা রোডস্টারের যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি কৃত্তিম বুদ্ধিমত্তা  বা AI দ্বারা তৈরী।

Hive ছাড়াও আমরা Truemedia.org টুলের দ্বারা জানতে পারি ছবিটি সত্যি নয়, বরং AI এর মাধ্যমে বানানো।

অর্থাৎ, ফেসবুকে টেসলার আধুনিক প্রযুক্তি সম্পন্ন উড়তে পারে এমন গাড়ির নমুনার ছবি সত্যি নয়। 

Result – False

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular