Authors
Claim
ইদের আগে ভারত থেকে নদীপথে বাংলাদেশে গরু পাচার করা হচ্ছে। (আর্কাইভ লিঙ্ক)
Fact
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে স্টক ছবির ওয়েবসাইট lookphotos.com-এ আমরা অনেকটা একই ধরনের একটি ছবি দেখতে পাই। বিবরণ থেকে জানা যায় যে, ছবিটি পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অবস্থিত ডিয়াফারাবে গ্রামে তোলা হয়েছিল।
সেই সূত্র ধরে আরও সার্চ করলে দেখা যায়, yearinkinshasa.blogspot.com-এ প্রকাশিত একটি ব্লগে ভাইরাল ছবিটির মতো একই ছবি ব্যবহার করা হয়েছিল। ২০০৯ সালের ২৩ নভেম্বর প্রকাশিত ওই ব্লগ থেকে জানা যায় যে, মালির ডিয়াফারাবে গ্রাম ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বছরের একটি সময় উৎসব পালিত হয়। তখন প্রচুর গরু নিয়ে আসা হয়। গরুগুলো নাইজের নদী পার করার সময় ছবিটি তোলা হয়েছিল।
অতএব এখন এটা জলের মতো স্পষ্ট যে ভাইরাল ছবিটি ইদের আগে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের নয়।
Result: False
Sources
Image by lookphotos.com
Image by yearinkinshasa.blogspot.com