শনিবার, জুন 22, 2024
শনিবার, জুন 22, 2024

HomeFact CheckFact Check: এটা ডায়মন্ড হারবার লোকসভার নয়, ২০২২ সালের পুরভোটে রিগিংয়ের ভিডিয়ো

Fact Check: এটা ডায়মন্ড হারবার লোকসভার নয়, ২০২২ সালের পুরভোটে রিগিংয়ের ভিডিয়ো

Claim

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একটি বুথে ছাপ্পা ভোট করাচ্ছে তৃণমূল কংগ্রেস তথা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থকরা। (আর্কাইভ লিঙ্ক)

Fact

ভাইরাল ভিডিয়োটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি একই ভিডিয়ো রাজ্য সিপিএময়ের একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছিল। 

এরপর Editorji নামের একটি সংবাদ ওয়েবসাটেও একই ভিডিয়োর একটু ছোট ভার্সান দেখতে পাই। যা ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ১০৮ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। ভিডিয়োটি ওই বুথের বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেই সময়, TV9 Bangla অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও একই ভিডিয়ো, একই তথ্য সহযোগে পোস্ট করা হয়েছিল।

সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি ২০২৪ সালে ডায়মন্ড হারবার লোকসভা ভোটের ছাপ্পা ভোটের নয়। বরং ভিডিয়োটি ২০২২ সালের পুরভোটের। 

Result: False

Source
Facebook Post By @wbcpm, Dated February 27, 2022
Report By Editorji, Dated February 27, 2022
YouTube Video By TV9 Bangla, Dated February 27, 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular