Authors
Claim
বাঁকুড়া জঙ্গলমহলে রয়্য়াল বেঙ্গল টাইগারের রাস্তা পারাপারের ভিডিয়ো।
Fact
ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, The Hitavada নামের একটি ওয়েবসাইটে একই ফ্রেমের ছবি-সহ একটি প্রতিবেদন, ২০২২ সালের ১৭ মার্চ আপলোড করা হয়েছিল। যা থেকে জানা যায় যে, মধ্য়প্রদেশের রায়সেন জেলার দিয়াবাতি ব্রিজের কাছে সুলতানপুর-অবেদুলাগঞ্জ রেঞ্জের কাছে, ২ বছর আগে ঘটনাটি ঘটেছিল। জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পারাপার করার সময়, বাঘটিকে দেখেছিলেন পথচলতি সাধারণ মানুষ। অবেদুলাগঞ্জের ফরেস্ট সার্কেল অফিসার বিনয় কুমার এই বিষয়ে তখন জানিয়েছিলেন যে, ওই এলাকায় বাঘের সংখ্য়া বাড়ছে। তাই মাঝে-মধ্য়েই তারা রাস্তায় চলে আসে। তবে, বনকর্মীরা সর্বদা সজাগ থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।
ওই সময়, Naidunia ও Bhaskar.com ওয়েবসাইটেও খবরটি প্রকাশিত হয়েছিল।
আরও সার্চ করলে দেখা যায় যে, মধ্য়প্রদেশের Pench Tiger Reserve-এর ফেসবুক পেজে, একই ভিডিয়োটি ২০২২ সালের ২৮ অগাস্ট পোস্ট করা হয়েছিল। সেখানে, বাঘের রাস্তা পারাপারের আসল স্থানটি দেখতে পাওয়া হয়েছিল। যেটি হল, মধ্য়প্রদেশের পেঞ্চ জাতীয় উদ্য়ান। ভাইরাল ভিডিয়োর সঙ্গে আসল স্থানের মিলও খুঁজে পাওয়া যায়।
সুতরাং এখন স্পষ্ট যে, বাঘের রাস্তা পারাপারের ভাইরাল ভিডিয়োটি কোনও ভাবেই বাঁকুড়ার নয়, বরং মধ্য়প্রদেশের পেঞ্চ জাতীয় উদ্য়ানের ভিডিয়ো।
Result: Missing Context
Sources
Report by The Hitavada, Dated March 17, 2022
Report by Naidunia, Dated March 17, 2022
Report by Bhaskar.com, Dated March 17, 2022
Post by Pench Tiger Reserve, Dated August 28, 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।