বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024

HomeFact CheckFact Check: গোয়ায় নৌকাডুবির আবহে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল কঙ্গোর দুর্ঘটনার ভিডিয়ো

Fact Check: গোয়ায় নৌকাডুবির আবহে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল কঙ্গোর দুর্ঘটনার ভিডিয়ো

Authors

Since 2011, JP has been a media professional working as a reporter, editor, researcher and mass presenter. His mission to save society from the ill effects of disinformation led him to become a fact-checker. He has an MA in Political Science and Mass Communication.

Claim: একটি বোট ডুবে যাওয়ার ভিডিয়ো শেয়ার করে অনেকেই দাবি করেছেন যে সেটি গোয়ার সাম্প্রতিক দুর্ঘটনার দৃশ্য়।

Fact: ভাইরাল ভিডিয়োটি গোয়ায় নৌকাডুবির নয়। বরং ভিডিয়োটি কঙ্গোর একটি দুর্ঘটনার।

সোশ্য়াল মিডিয়ায় একটি বোট ডুবে যাওয়ার ভিডিয়ো শেয়ার করে অনেকেই দাবি করেছেন যে সেটি গোয়ার সাম্প্রতিক দুর্ঘটনার দৃশ্য়। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকে লিখেছেন, “গোয়া দুর্ঘটনায় আজ ২৩ জনের মৃতদেহ উদ্ধার ৪০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬৪ জন নিখোঁজ রয়েছে। ওভারলোডিংয়ে নৌকার মালিকের লোভ, যাত্রীদেরও অতিরিক্ত আস্থা। খুবই দুঃখজনক, দুঃখজনক।

Newschecker-হোয়াটস অ্যাপ টিপলাইন নম্বরেও (+91 9999499044) ভিডিয়োটি এসেছে এবং অনেকেই ভিডিয়োর সত্য়তা যাচাইয়ের আর্জি জানিয়েছেন।

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, অনেকেই ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন যে, সেটি কঙ্গোর একটি লেকে ঘটে যাওয়া দুর্ঘটনার দৃশ্য়।

সেই সূত্র ধরে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে কঙ্গোর দুর্টনা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন আমাদের নজরে পড়ে।

২০২৪ সালের ৪ অক্টোবর BBC -র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, “কঙ্গোর কিউভ লেকে একটি বোট ডুবে গিয়ে ৭৮ জনের মৃত্য়ু হয়েছিল। পাড় থেতে কয়েক শো মিটার আগে যাত্রীসহ বোটটি উল্টে গিয়েছিল। দক্ষিণ কিউভের মিনোয়া শহর থেকে বোটটি ছেড়েছিল এবং গোমার কাছে পৌঁছনোর আগেই সেটি ডুবে গিয়েছিল। বোটটিতে ২৭৮ জন যাত্রী ছিল।”

সংবাদ সংস্থা Reuters-ও একই একই তথ্য়-সহ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

অন্য়ান্য় আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন DW News , Al Jazeera , APThe Federal ওয়েবসাইটেও খবরটি প্রকাশিত করেছিল। 

এরপর, ৫ অক্টোবর করা গোয়া পুলিশের একটি X পোস্ট আমাদের নজরে পড়ে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে, ভাইরাল ভিডিয়োটি গোয়ায় নৌকাডুবির ঘটনার নয়। সেটি কঙ্গোর। 

Herald TV নামে গোয়ার একটি মিডিয়াও বাইরাল দাবিটি উড়িয়ে ভিডিয়োটি ভুয়ো বলে মান্য়তা দিয়েছে।

Conclusion

সুতরাং এখন এটা জলের মতো স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি গোয়ায় নৌকাডুবির নয়। বরং ভিডিয়োটি কঙ্গোর একটি দুর্ঘটনার।

Result: False

Sources
Google reverse image search
News published by BBC on October 4, 2024
News published by Reuters on October 4, 2024
Tweet made by Goa Police on October 5, 2024
News published by Herald TV on October 5, 2024

Authors

Since 2011, JP has been a media professional working as a reporter, editor, researcher and mass presenter. His mission to save society from the ill effects of disinformation led him to become a fact-checker. He has an MA in Political Science and Mass Communication.

Most Popular