(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Hindiতে প্রকাশিত হয়েছে)
Claim
সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয়েছে অসমের সোনার মেয়ে হিমা দাসকে অসম পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হয়েছে।

Fact
হিমা দাসকে অসম পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হয়েছে এই দাবিটির সত্যতা অনুসন্ধানের সময় আমরা গুগলে Hima Das Assam DSP কথাটি লিখে অনুসন্ধান করার সময় IndiaToday র ২০২১ সালের রিপোর্ট পাই। ২০২১ সালের ২৬শে ফেব্রুয়ারির এই রিপোর্টে বলা হয়েছে তৎকালীন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল খেলোয়াড় হিম দাসকে অসম পুলিশের DSP পদে যোগদানের শংসাপত্র তুলে দেন।
মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা হিমা দাসের ও অসম পুলিশের টুইট পাই। ২০২১ সালের ২৬শে ফেব্রুয়ারির টুইটে হিমা দাস অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল, হিমন্ত বিশ্বশর্মা ও প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজ্জুকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন ওনার অনেক দিনের স্বপ্ন আজ পুরো হলো। অসম পুলিশের DSP পদ তার কাছে গর্বের বিষয়।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে হিমা দাসকে অসম পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হয়েছে এই খবরটি ২০২১ সালের যা এখানকার বলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে।
Result: Missing Context
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।