Claim
ফেসবুকে সম্প্রতি একটি গরু ও চিতাবাঘের ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ছবির চিতাবাঘটি এক সময় গরুটির দুধ খেয়েছিলো তাই প্রতিদিন সে তার পালিত মায়ের কাছে এসে মায়ের আদর খায় এবং এই ঘটনাটি আসামের।

Fact
গরু ও চিতাবাঘের ছবি ভাইরাল হয়েছে সেটি রিভার্স ইমেজ সার্চ করার পর আমরা তেমন কোনো আশানুরূপ ফল পাইনি। এরপর গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর Latestly ও Times Of India র রিপোর্ট পাই।
Latestly ২০২০ সালের তথ্য যাচাইয়ে বলা হয়েছে এটি আসামের নয় গুজরাটের ঘটনা। এই রিপোর্টে একটি টুইট আমরা পাই @susantananda3 ১১ই জুলাই ২০২০ সালের। টুইটে বলা হয়েছে এটি গুজরাটের একটি গ্রামের ঘটনা সাল সম্ভবত ২০০২ সাল। আরো বলা হয়েছে গরুটি চিতাবাঘটিকে দুধ খাইয়েছিল এই ঘটনাটিও ও সত্য নয়।
TOI এর ২০০২ সালের রিপোর্টে বলা হয়েছে গুজরাটের ভাদোদরা জেলার একটি গ্রামের ঘটনা। ভাদোদরার অন্তলি গ্রামের একটি অভিনব ঘটনা গ্রামবাসীদের চোখে পড়ে । রাতের নিস্তব্ধতা চিরে একটি চিতাবাঘ আসে একটি গরুর সাথে দেখা করতে। লোকালয়ে সবার অলক্ষ্যে গরুটির কাছে বসে গায়ে মাথায় নাক ঘষতে থাকে চিতাবাঘটি। তাদের এই ভালোবাসার গল্প কিছুদিনের মধ্যেই ছড়িয়ে পরে।

অর্থাৎ গরু ও চিতাবাঘের ছবি আসামের নামে ফেসবুকে ভাইরাল হলেও তা প্রকৃতপক্ষে গুজরাটের ঘটনা।
Result : Partly False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।