Authors
Claim: চীনের তৈরী নকল সূর্যের প্রকাশ হলো
Fact: যে ভিডিওটি এই দাবি সমেত ছড়িয়েছে তা ভারতের ইসরোর রকেট উৎক্ষেপণের
ফেসবুকে স্বল্প দৈর্ঘ্যের একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাতের আকাশ উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। দাবি এটি চীনের তৈরী কৃত্রিম সূর্যোদ্বয়।
Fact check/ Verification
ISRO র রকেট উৎক্ষেপণের ভিডিও চীনের কৃত্রিম সূর্যোদ্বয়ের নামে ছড়ালো। যে ভিডিওটি এই দাবি নিয়ে ছড়িয়েছে তাতে মাঠের মধ্যে একটি স্ক্রিন দেখা যাচ্ছে যেখানে ওই একই আলোর রশ্মি দেখানো হচ্ছে।
রিভার্স ইমেজ করে ইউটিউব থেকে একটি শর্ট ভিডিও পাই, যেখানে GSLV- MK3 এর উৎক্ষেপণ হয় শ্রীহরি কোটা থেকে।
এই সূত্র ধরে অনুসন্ধানের পর আমরা WION এর ২৩শে অক্টোবর ২০২২ এর ভিডিও পাই। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে Geosynchronous Satellite Launch Vehicle Mk III রকেট ছাড়া হয়।
ভিডিওটিতে যে সাংবাদিক শ্রীহরিকোটা থেকে রিপোর্ট করছিলেন ওনার পেছনে তখন রাতের আকাশ ফুঁড়ে রকেটটিকে উড়তে দেখা গিয়েছে যার সাথে ফেসবুকের ভিডিওর সাদৃশ্য রয়েছে।
Conclusion
আমাদের অনুসন্ধানে জানতে পারি ফেসবুকে ISRO র রকেট উৎক্ষেপণের ভিডিও চীনের কৃত্রিম সূর্যোদ্বয়ের নামে ছড়িয়েছে।
Result: False
Sources
YouTube Video
YouTube video published by WION, 23 Oct 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।