শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkকাশ্মীর ফাইলস অস্কারের জন্য মনোনীত হয়েছে? সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ছড়ালো...

কাশ্মীর ফাইলস অস্কারের জন্য মনোনীত হয়েছে? সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তিকর খবর 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি খবরে বেশ সরগরম হয়ে উঠেছে তা হলো – দ্যা কাশ্মীর ফাইলস ছবিটি অস্কারের জন্য মনোনীত হয়েছে। এমনই খবর সম্প্রচারিত হয়েছে রিপাবলিক বাংলা, এবিপি আনন্দসংবাদ প্রতিদিনের মাধ্যমে। 

কাশ্মীর ফাইলস অস্কারের জন্য মনোনীত হয়েছে image 1
Courtesy: Facebook/RepublicBangla

সংবাদ মাধ্যমের পর ফেসবুকেও ভাইরাল হতে থাকে কাশ্মীর ফাইলস অস্কারের জন্য মনোনীত হয়েছে। 

কাশ্মীর ফাইলস অস্কারের জন্য মনোনীত হয়েছে image 2
Courtesy: Facebook/Arindam Bhattacharya
কাশ্মীর ফাইলস অস্কারের জন্য মনোনীত হয়েছে image 3

কাশ্মীরে হিন্দু নির্যাতনের উপর নির্মিত ভিভেক অগ্নিহোত্রীর দ্যা কাশ্মীর ফাইলস প্রেক্ষাগৃহে আসার পরই বেশ সারা ফেলে দিয়েছিলো। যদিও গত বছর গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্রর মঞ্চে ইজরায়েলি পরিচালক এই সিনেমাটিকে অশ্লীল বলে আখ্যা দেন। ইজরায়েলি পরিচালক নাদভ লাপিড বলেন এই ছবিটি অশ্লীল ও একপেশে। অনেক আসল তথ্য গোপন করা হয়েছে এই সিনেমাটিতে। এই নিয়ে বিতর্ক শুরু হয়।  
অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে  দ্যা কাশ্মীর ফাইলস এমনই দাবি করেন সিনেমাটির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেক টুইটারে গতকাল টুইট করে দেশবাসীকে জানান কাশ্মীর ফাইলস সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হয়েছে। ভারত থেকে আরো ৫টি সিনেমা যা কিনা অস্কারের জন্য জন্য যাচ্ছে তার মধ্যে একটি হলো কাশ্মীর ফাইলস।

Fact check / Verification 

কাশ্মীর ফাইলস অস্কারের জন্য মনোনীত হয়েছে খবরটি সঠিক নয়। ভারত থেকে যে পাঁচটি ছবি যাচ্ছে – RRR, The Kashmir Files, Kantara, Gangubai Kathiawadi, Me Vasantrao, Last Film Show ও All That Breathes তারা সত্যিই অস্কারের জন্য মনোনীত হয়েছে কিনা জানতে আমরা গুগলে ‘Oscars movie nominations 2023’ লিখে খোঁজার পর Variety নামের একটি ওয়েবসাইট পাই। এখানে  ৯৫তম একাডেমিক পুরস্কারের জন্য যে সমস্ত ছবি যোগ্য তাদের তালিকা দেওয়া হয়েছে। যে তালিকা রয়েছে তাতে কাশ্মীর ফাইলস, আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি, কান্তারার মতো ছবির নাম রয়েছে। তালিকাটি প্রকাশিত হয়েছে একাডেমি অ্যাওয়ার্ডের তরফ থেকে। 

কাশ্মীর ফাইলস অস্কারের জন্য মনোনীত হয়েছে image 4
Courtesy: Variety

 অর্থাৎ কাশ্মীর ফাইলস অস্কারের জন্য মনোনীত হয়েছে এই দাবিটি সঠিক নয়, ছবিটির নাম অস্কারের যোগ্য তালিকায় রয়েছে। 

The Hinduর ১০ই জানুয়ারির রিপোর্টেও আমরা একই খবর দেখি। সারা দেশ থেকে বাছাই করা অস্কারের জন্য ৩০১টি সিনেমার মধ্যে ভারতীয় সিনেমা RRR, কাশ্মীর ফাইলসের মতো সিনেমায় যোগ্য তালিকায় রয়েছে। 

অস্কারের ওয়েবসাইট থেকে আমরা ৯৫তম অস্কার পুরস্কারের জন্য যোগ্যতম ছবির তালিকা পাই। অস্কার পুরস্কারের জন্য কোনো সিনেমা কিভাবে যোগ্যতার মাপকাঠি উতড়াবে তা বলা হয়েছে যেমন –

প্রথমত: সেরা সিনেমার জন্য যে তালিকা তৈরী হয় তার মধ্যে থাকে – সেরা অভিনেতা ও অভিনেত্রী ও সহ-অভিনেতা অভিনেত্রী পুরস্কার। সেরা সাউন্ড, উপস্থাপনা, পোশাকের ধরণ, সেরা পরিচালক, সেরা গল্প। ডকুমেন্টরি ও স্বল্প দৈর্ঘের সিনেমাও মনোনীত হয় অস্কারের জন্য। শৈল্পিক ও বিজ্ঞান দিক থেকে প্রেক্ষাগৃহে প্রকাশিত সিনেমাকে একাডেমি পুরস্কারের বিচারক মন্ডলীর তরফ থেকে এই পুরস্কার দেওয়া হয়। 

দ্বিতীয়ত- পর্যাপ্ত দৈর্ঘের সিনেমা হতে হবে। ৪০ মিনিট বা তার বেশি এবং রিলিজ হওয়ার ৭দিন পর্যন্ত একটানা প্রেক্ষাগৃহে চলতে হবে সিনেমাটিকে। কম করে দিনে তিনটি শো টাইম থাকবে বিশেষত সন্ধ্যে ৬ তা থেকে রাত  ১০টার মধ্যে চলতে হবে। 

তৃতীয়ত- সিনেমাটিকে ১লা জানুয়ারি ২০২২ থেকে ৩শে ডিসেম্বর ২০২২এর মধ্যে রিলিজ হতে হবে। আমেরিকার ভিতর ও বাইরে রিলিজ হলেও সেই সিনেমাটিকে অস্কারের জন্য পাঠানো যাবে। 

এই  ধরণের আরো বেশকিছু নিয়ম- নির্দেশিকা রয়েছে কোনো সিনেমা অস্কারের জন্য যোগ্য কিনা তা মাপার।

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি কাশ্মীর ফাইলস অস্কারের জন্য মনোনীত হয়েছে খবরটি প্রকৃতপক্ষে ভুল। সিনেমাটি এখনো চূড়ান্ত তালিকায় যায়নি, অস্কারের যোগ্য সিনেমার তালিকায় রয়েছে। 

Result: Partly False

Our Sources

Variety report
The Hindu‘s 10th Jan Report
Oscar website


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular