রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkমার্কিন নির্বাচনের আবহে ভাইরাল হলো ২০১৭ সালের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া স্লোগানের...

মার্কিন নির্বাচনের আবহে ভাইরাল হলো ২০১৭ সালের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া স্লোগানের ভিডিও

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের আবহে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে স্লোগান শোনা যাচ্ছে Move Trump get out the way, get out the way- সুর ও বাঁজনার তালে তালে রাস্তায় মানুষের ঢল রাস্তায় নেমে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যাচ্ছে।  

https://www.facebook.com/rahil.parwaaz/videos/198140208426116
https://www.facebook.com/Monique.Elizabeth126/videos/10215708970790938

Fact check / Verification 

Move Trump get out the way, get out the way-ভিডিওটি ২০১৭ সালের বর্তমানে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আবহে বিভ্রান্তিকর ভাবে ভাইরাল হয়েছে। কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা গুগল থেকে ইউটুবের ও Huffpost এর ২০১৭ সালের লিংক পাই। ২০১৭ সালের জানুয়ারি মাসে এই ধরণের একটি বিক্ষোভের ভিডিও পাই ইউটুবের থেকে কিন্তু ভাইরাল ভিডিওর মতো সেটি কোনো রাস্তায় নয় একটি বড়ো  হলঘরের মধ্যের ভিডিও।

HUFFPOST এর তরফ থেকে পাওয়া রিপোর্টে আমরা আটলান্টায় ২০১৭ সালের অগাস্ট মাসে ভির্জিনিয়ার শার্লোটসভিলে বর্ণবাদ ও হিংসার প্রতিবাদে আটলান্টায় শান্তিপূর্ণ মিছিলে যোগদান করে প্রায় ২০০০ বিক্ষোভকারী। শুধু এই নয় তারা তৎকালীন রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধেও তাদের রাগ ও ক্ষোভ উগরে দেয় কারণ ট্রাম্পের কিছু টিপ্পনীর কারণে এই অঞ্চলে হিংসা আরো মারাত্বক রূপ নেয়। জানা যায় ২০০১ সালে মার্কিন রাপার লুডাক্রিসের একটি গানের প্রথম কিছু লাইন পাল্টে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগানের গান তৈরি করে। লুডাক্রিসের ইনস্টাগ্রাম থেকে আটলান্টার বিক্ষোভে তার গানের সুর ব্যবহার করে প্রদর্শন করার ভিডিওটি আমরা পাই।

https://www.billboard.com/articles/columns/hip-hop/7934235/boston-protesters-ludacris-move-donald-trump?utm_source=twitter

Conclusion 

Move Trump  get out the way, get out the way- ভিডিওটি বর্তমানে ভাইরাল হলেও আসলে তা ২০১৭ সালের।  আটলান্টায় ট্রাম্পের প্রতিবাদের ভিডিওটি বিভ্রান্তিকর দাবি নিয়ে মার্কিন নির্বাচনের আবহে পুনরায় ভাইরাল হয়েছে।

Result – Misleading   

Our sources

HUFFPOST https://www.huffingtonpost.in/entry/protestors-atlanta-move-trump-get-out-the-way-ludacris_n_5999c20ce4b0a2608a6cdd92?ri18n=true

Billboard https://www.billboard.com/articles/columns/hip-hop/7934235/boston-protesters-ludacris-move-donald-trump?utm_source=twitter

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular