টুইটারে সম্প্রতি কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেখানে National Geography ম্যাগাজিনের একটি পাতার ছবি দেওয়া হয়েছে। ভাইরাল হওয়ার কারণ হলো এই পাতায় ছাপা হয়েছে এক শিখের ছবি হাতে তার পাগড়ির কাপড়ের অংশ ধরা। দাবি করা হয়েছে সারা বিশ্বের সামনে ভারতের কৃষক আন্দোলনের চেহারা ফুটে উঠেছে, National Geography র মতো আন্তর্জাতিক মানের ম্যাগাজিনেও ধরা পড়েছে এই ছবি শুধু আমাদের সরকার ও দেশ টিভি চ্যানেল এখনোও এই আন্দোলনের মূল্য বুঝে উঠতে পারলো না।
Fact check / Verification
National Geography-র ম্যাগাজিনের প্রচ্ছদ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভুল দাবি ভাইরাল হয়েছে। যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসল প্রচ্ছদের ছবি নয়। National Geography-র ওয়েবসাইটে আমরা তাদের সর্বশেষতম ম্যাগাজিন সম্পর্কে দেখতে পাই। সেই ম্যাগাজিনে এই শিখ ব্যক্তির ছবি নেই বরং মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে নিহত জর্জ ফ্লয়েডের ছবি রয়েছে।

যে ছবিটি ভাইরাল হয়েছে গুগল সেটি নিয়ে খোঁজ করার পর ফেসবুক থেকে Punjab2000 নামের একটি পেজ থেকে এই ছবিটি পাই যেখানে ভাইরাল এই দাবিকে নিয়ে আসল সত্যি আমরা জানতে পারি। জানা যায় এটি আসল প্রচ্ছদ নয় ম্যাগাজিনের, এটিকে শুধুমাত্র ভাবা হয়েছিল। ছবিটি তুলেছেন @choudharyravi এবং ডিজাইন করেছেন @anoopreet.

আমরা গুগলে অনুপ্রীতের সম্পর্কে খোঁজ করলে অনুপ্রীতের ইনস্টাগ্রাম হ্যান্ডলটি পাই যেখানে এই ছবিটি ও একটি আফগানিস্তানের মেয়ের ছবি দেওয়া রয়েছে। বলা হয়েছে এটি শুধুমাত্রই শিল্পীর কল্পনা অনুযায়ী তৈরী করা। আসল প্রচ্ছদ বা কভার ফটো নয়।

Conclusion
আন্তর্জাতিক ম্যাগাজিন National Geography র সর্বশেষতম প্রচ্ছদ নিয়ে ভাইরাল হলো ভুল দাবি। একটি কল্পিত প্রচ্ছদের ছবিকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে ছড়ানো হলো সোশ্যাল মিডিয়াতে।
Result – False claim
Our sources
National Geography – https://www.nationalgeographic.com/magazine/
Instagram posts – https://www.instagram.com/p/CJTvV5RJONQ/ https://www.instagram.com/p/CJl5YO0nWvN/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected].in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।