Authors
Claim: উত্তরাখণ্ডের টানেল বিপর্যয়ের মাঝে সুড়ঙ্গে থাকা এক বৃদ্ধের ছবি ভাইরাল
Fact: ছবির সাথে উত্তরাখণ্ডের বিপর্যয়ের কোনো সম্পর্ক নেই, ছবিটি বহুবছর পুরোনো
উত্তরাখণ্ডের টানেল বিপর্যয়ের আবহে এক বৃদ্ধের ছবি ভাইরাল হয়েছে যার মাথায় রয়েছে নির্মাণ শ্রমিকদের মতো হলুদ হার্ড ক্যাপ। ছবিটির সাথে বলা হয়েছে সুড়ঙ্গে আটকে থাকা ৪০জন শ্রমিকদের উদ্ধার করা গেলো না, সেই দেশের চাঁদের মাটিতে পৌঁছানো অর্থহীন।
Fact check / Verification
উত্তরাখণ্ডের টানেল ঘটনার আবহে অপ্রাসঙ্গিক ছবি ভাইরাল। যে বৃদ্ধের ছবি ভাইরাল হয়েছে সেটি ২০১৯ সাল থেকেই ইন্টারনেটে উপস্থিত রয়েছে এবং এর সাথে উত্তরাখণ্ডের বিপর্যয়ের কোনো সম্পর্ক নেই।
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর একটি ফেসবুক প্রোফাইলের ২০২০ সালের লিংক পাই। উর্দু ক্যাপশনের সাথে এই ছবিটিকে ২০২০ সালের ২৮শে সেপ্টেম্বর আপলোড করা হয়েছে।
অন্য একটি প্রোফাইল থেকে ২৭শে সেপ্টেম্বর ২০২০ সালে আপলোড করা হয়েছে একই ছবিকে।
অন্য একটি লিংক পাই, যেখানে এই ছবিটিকে দেখা প্রমান পাওয়া গেলো যে এটি ২০১৯ সাল থেকেই রয়েছে। Irfan Khan নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ৩রা নভেম্বর ২০১৯ সালে এই ছবিটিকে আপলোড করা হয়েছে, সাথে ক্যাপশনে বলা হয়েছে ‘বাবার পরিশ্রমের এক ফোঁটা জল যেকোনো কিছুর ঋণ পরিশোধ করতে সক্ষম’
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে উত্তরাখণ্ডের সুড়ঙ্গ বিপর্যয়ের আবহে অপ্রাসঙ্গিক ছবি ভাইরাল হয়েছে।
Result: Missing Context
Sources
Facebook posts
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।