Authors
Claim: পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে সিকিমের মেঘভাঙা বৃষ্টির রোমহর্ষক দৃশ্য
Fact: ভিডিওটির সাথে সিকিমের মেঘভাঙা বৃষ্টির কোনো সম্পর্ক নেই
বেশ কয়েকদিন ধরে সিকিমে হড়পা বানে ও মেঘভাঙা বৃষ্টির কারণে তিস্তা ফুঁসে উঠেছে আর তাতে প্রায় তছনছ হয়েছে উত্তর সিকিমের বেশকিছু স্থান। এই প্রাকৃতিক বিপর্যয়ের আবহে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আকাশের বুক চিড়ে পাহাড়ে নামছে মেঘভাঙা ভয়ঙ্কর বৃষ্টি।
Fact check/ Verification
ফেসবুকে ভাইরাল এই মেঘভাঙা বৃষ্টির ভিডিওটি সিকিমের নয়, ভিডিওটি ৫ বছর পুরোনো।
সিকিমের মেঘভাঙা বৃষ্টির দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার সত্যতা জানার জন্য আমরা ভিডিওটির থেকে কিফ্রেম বের করে নিয়ে অনুসন্ধান শুরু করি। ভিডিওটির কীফ্রেম খোঁজার পর আমরা কিছু লিংক পাই যার মাধ্যমে জানতে পারি এক বছর আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে রয়েছে। Tumgik নামের ওয়েবসাইটে ২০২২ সালে #microbrust হ্যাশট্যাগ সমেত এই মেঘভাঙা ভিডিওটিকে আপলোড করা হয়েছিল।
এই সূত্রধরে আমরা আমাদের অনুসন্ধানকে এগিয়ে নিয়ে যাই। YouTube এ কীওয়ার্ড দিয়ে খোঁজার পর জানতে পারি কিছু প্রধান সারির মিডিয়া চ্যানেলও যেমন রিপাবলিক ভারত ও টিভি৯ ভারতবর্ষ থেকে আপলোড করা হয়েছিল।
এখানেই আমরা একই ভিডিও পাই যা Peter Maier নামের একটি চ্যানেল থেকে ১২ই জুন ২০১৮ সালে আপলোড করা হয়েছিল।
অস্ট্রিয়ার Alpengasthof Bergfried তে এই দৃশ্যটিকে ক্যামেরা বন্দি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে ভিডিওটিতে।
অর্থাৎ ভিডিওটির সাথে সিকিমের সাম্প্রতিকতম মেঘভাঙা বৃষ্টির কোনো সম্পর্ক নেই।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের আবহে ভাইরাল হয়েছে একটি ভিডিও যদিও এই মেঘভাঙা বৃষ্টির ভিডিওটি সিকিমের নয়।
Result: Missing Context
Sources
YouTube video, 12June 2018
Republic Bharat video,
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।