Sharechat থেকে সম্প্রতি আমরা একটি ভিডিও পেয়েছি যেখানে দাবি করা হয়েছে চীনের একটি সংবাদপত্র জানিয়েছে যে ভারতের কাছে হার স্বীকার করেছে বেজিং, হেরে গেলো চীন সীমান্ত লড়াইয়ে। ১ মিনিট ৩৩সেকেন্ডের একই ভিডিওটি বলা হচ্ছে জনপ্রিয় হিন্দি খবরের চ্যানেল TV 9 Bhatarvarsh এর। এখানে আরো দাবি করা হয়েছে যে ভারতের বিহার রেজিমেন্ট সিংজিঙ্পি র PLA সেনা বাহিনীর উপর বজ্রাঘাতের মতো আক্রমণ করে মৃত সেনাদের বদলা নিয়েছে।


Fact check / Verification
ভাইরাল এই ভিডিওতে একটি টুইটার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে Wang Chung নামের যার এখন আর কোনো অস্তিত্ব নেই, সেখান থেকে টুইট করে বলা হয়েছে We lost ware against india. এটি একটি সংবাদপত্রের প্রকাশিত খবর যা এই টুইটে দেওয়া হয়েছে। আমরা Wang Chung একটি অন্য হ্যান্ডেল পাই সেটিও একটি প্যারডি অ্যাকাউন্ট। এই প্রোফাইল থেকে এমন অনেক টুইট করা হয়েছে যেখানে কম্যুনিস্ট চীনের অন্য দেশের সীমান্তে সেনা পাঠানোর বিষয়কে নিন্দা করা হয়েছে এবং ভারতীয় সেনা ও সরকারের গুণগান গাওয়া হয়েছে। এখানেই বোঝা যাচ্ছে যে এই অ্যাকাউন্ট ও দাবি দুইটি মিথ্যে।



এই ভিডিওতে Wang Chung এর টুইটে বিহার রেজিমেন্টকে বাহবা জানানো হয়েছে। জুন মাসে ভারত ও চীনের প্রত্যক্ষ লড়াইয়ে ১৫ জন সেনার মৃত্যু হয়, সেই মৃত সেনাদের মধ্যে অন্যতম ছিলেন সন্তোষ বাবু যিনি ২০১৯ সালের ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং ইনচার্চ ছিলেন। ড্রাগনসেনার অতর্কিত এবং হিংস্র আক্রমণের জন্য প্রাণ হারান সন্তোষ বাবু। কিন্তু আলাদা করে কোনো খবর বা রিপোর্ট প্রকাশিত হয়নি যেখানে বিহার রেজিমেন্টের চিনার সেনার উপর আক্রমণের কথা লেখা আছে।


Conclusion
Wang Chung নামের টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে ভারতের কাছে গালওয়ান সীমান্তে পরাজিত হয়েছে চীনের সেনা, এই দাবিটি সম্পূর্ণ ভুল। যে হ্যান্ডেলটি থেকে এই টুইট করা হয়েছে তা আসলে একটি প্যারডি অ্যাকাউন্ট। ভারত ও চীনের সীমান্ত লড়াই এখনো অব্যাহত আছে।
Result – Fake claim
Our sources
Parody twitter account – https://twitter.com/wangchungbhos
The Economics Times – https://economictimes.indiatimes.com/news/defence/col-santosh-babu-had-taken-charge-of-armys-16-bihar-unit-in-december/articleshow/76416099.cms?from=mdr
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।