বুধবার, জুন 26, 2024
বুধবার, জুন 26, 2024

HomeFact CheckReligionFact Check: তৃণমূলের হাতে আক্রান্ত পরিবার? না, ভুয়ো সাম্প্রদায়িক দাবি-সহ সোশ্যাল মিডিয়ায়...

Fact Check: তৃণমূলের হাতে আক্রান্ত পরিবার? না, ভুয়ো সাম্প্রদায়িক দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ালো বাংলাদেশের ভিডিয়ো

Claim

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছে একটি হিন্দু পরিবার। (আর্কাইভ লিঙ্ক)

Fact

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের সংবাদমাধ্যম Rtv News-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল।

ওই খবর থেকে জানা যায়, বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় অবস্থিত অরণ্য় পার্কে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন শাহজাহান নামে এক ব্যক্তি। অভিযোগ, সেখানে পার্ক কর্তৃপক্ষের দ্বারা হেনস্থার শিকার হয়েছিল পরিবারটি। ভাইরাল ভিডিয়োতে অভিযোগকারী ব্যক্তি, তাঁর স্ত্রী ও শিশুকে হাতজোড় করে প্রাণ-ভিক্ষা করতে দেখা গিয়েছে। এরপর থানার অভিযোগ দায়ের করেছিল পরিবারটি এবং সেই অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

অন্যান্য বাংলাদেশি সংবাদমাধ্যম যেমন Ekattor TV, Jago News Banglar Somoy ওই সময় খবরটি প্রকাশ করেছিল।

সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে পশ্চিমবঙ্গ বা শাসকদল তৃণমূলের কোনও যোগ নেই। বাংলাদেশের ভিডিয়োকে সাম্প্রদায়িক রঙ লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে।

Result: False

Sources
Video by Rtv News, dated February 7, 2024
Video by Ekattor TV, dated February 7, 2024
Video by Jago News, dated February 7, 2024
Video by Banglar Somoy, dated February 7, 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular