বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024

HomeFact Checkক্রিসমাস উপলক্ষে সাজানো ট্র্যাক্টরের ভিডিওকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার...

ক্রিসমাস উপলক্ষে সাজানো ট্র্যাক্টরের ভিডিওকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলো

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সোশ্যাল মিডিয়াতে ট্র্যাক্টরের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, আগামী ২৬শে জানুয়ারী মাসে সিন্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা হুমকি দিয়েছে, দিল্লীর রাজপথে চলবে ট্র্যাক্টরের মার্চ যদি না কেন্দ্র সরকার তিনটি কৃষিবিল পরিবর্তন করে। যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কিছু ট্র্যাক্টরকে মার্চ করতে দেখা যাচ্ছে এবং নানা রঙের আলো দিয়ে সাজানো। দাবি করা হয়েছে ইংরেজদের দালালরা এখনো জানতে পারেনি ২৬শে জানুয়ারী কি হতে চলেছে, ঘুম কাড়তে চলেছে আম্বানি ও আদানীদের। 

Fact -check / Verification 

নানা রকমের আলো দিয়ে সাজানো ট্র্যাক্টর মার্চের ভিডিওটির সাথে ভারতের কিষান আন্দোলনের ট্র্যাক্টর মার্চের কোনো সম্পর্ক নেই এবং এই ভিডিওটি ভারতের ও নয়। Invid টুলের দ্বারা খোঁজার পর নরওয়ে ভাষায় একটি ওয়েবসাইট পাই। যেখানে এই ভিডিওটি ২০২০ সালের ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে। এখানে একটি ফেসবুকের লিংক পাই যেখানে এই ভিডিওটি ২০২০ সালের ১৩ই ডিসেম্বরে আপলোড করা হয়েছে। অর্থাৎ ভিডিওটি ট্র্যাক্টর মার্চের অনেক আগেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে রয়েছে। 

https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdanna.antonio%2Fvideos%2F10224189368112224%2F&show_text=false&width=269

ইউটুবে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর ২০১৮ সালের একিটি ভিডিও পাই যেখানে বড়দিনের আগে এই ভাবে নানা রকমের আলো দিয়ে সাজানো এই ট্র্যাক্টরের প্যারেড চলে। 

গুগলেও খোঁজার পর Getty Image থেকে এই ধরণের কিছু ছবি পাই, জার্মানিতে এই ক্রিসমাসের আগে আলো দিয়ে সাজানো ট্র্যাক্টর দেখা যায়. চালকের আসনে সান্তাক্লোজের জামা কাপড় পড়া ট্র্যাক্টরের মালিক বসে চালাচ্ছেন ট্র্যাক্টরটিকে।

 Conclusion 

কেন্দ্র সরকার যদি কৃষি বিরোধী তিনটি কালা-কৃষি বিল পরিবর্তন না করে তাহলে ২৬শে জানুয়ারী হতে পারে কৃষকদের ট্র্যাক্টর মার্চ। আর এই ট্র্যাক্টর মার্চের আবহে ভাইরাল হয়েছে বড়দিনের আগে আলো দিয়ে সাজানো ট্র্যাক্টর প্যারেডের ভিডিও। যা শেয়ার করে দাবি করা হচ্ছে ২৬শে জানুয়ারী এই ধরণের মার্চ হতে চলেছে রাজধানীর রাজপথে। 

Result – Fake

Our sources

iryfylke.net – https://iryfylke.net/julenissen-arrangerer-julekortesje-for-frivilligheten-pa-jorpeland/

YouTube video – https://www.youtube.com/watch?v=csObj1fonH4

Facebook post – https://www.facebook.com/danna.antonio/videos/10224189368112224

Getty Image – https://www.gettyimages.in/detail/news-photo/general-view-of-others-santa-claus-tractors-with-christmas-news-photo/1229967308?adppopup=true

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular