Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়াতে ট্র্যাক্টরের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, আগামী ২৬শে জানুয়ারী মাসে সিন্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা হুমকি দিয়েছে, দিল্লীর রাজপথে চলবে ট্র্যাক্টরের মার্চ যদি না কেন্দ্র সরকার তিনটি কৃষিবিল পরিবর্তন করে। যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কিছু ট্র্যাক্টরকে মার্চ করতে দেখা যাচ্ছে এবং নানা রঙের আলো দিয়ে সাজানো। দাবি করা হয়েছে ইংরেজদের দালালরা এখনো জানতে পারেনি ২৬শে জানুয়ারী কি হতে চলেছে, ঘুম কাড়তে চলেছে আম্বানি ও আদানীদের।


নানা রকমের আলো দিয়ে সাজানো ট্র্যাক্টর মার্চের ভিডিওটির সাথে ভারতের কিষান আন্দোলনের ট্র্যাক্টর মার্চের কোনো সম্পর্ক নেই এবং এই ভিডিওটি ভারতের ও নয়। Invid টুলের দ্বারা খোঁজার পর নরওয়ে ভাষায় একটি ওয়েবসাইট পাই। যেখানে এই ভিডিওটি ২০২০ সালের ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে। এখানে একটি ফেসবুকের লিংক পাই যেখানে এই ভিডিওটি ২০২০ সালের ১৩ই ডিসেম্বরে আপলোড করা হয়েছে। অর্থাৎ ভিডিওটি ট্র্যাক্টর মার্চের অনেক আগেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে রয়েছে।
ইউটুবে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর ২০১৮ সালের একিটি ভিডিও পাই যেখানে বড়দিনের আগে এই ভাবে নানা রকমের আলো দিয়ে সাজানো এই ট্র্যাক্টরের প্যারেড চলে।
গুগলেও খোঁজার পর Getty Image থেকে এই ধরণের কিছু ছবি পাই, জার্মানিতে এই ক্রিসমাসের আগে আলো দিয়ে সাজানো ট্র্যাক্টর দেখা যায়. চালকের আসনে সান্তাক্লোজের জামা কাপড় পড়া ট্র্যাক্টরের মালিক বসে চালাচ্ছেন ট্র্যাক্টরটিকে।

কেন্দ্র সরকার যদি কৃষি বিরোধী তিনটি কালা-কৃষি বিল পরিবর্তন না করে তাহলে ২৬শে জানুয়ারী হতে পারে কৃষকদের ট্র্যাক্টর মার্চ। আর এই ট্র্যাক্টর মার্চের আবহে ভাইরাল হয়েছে বড়দিনের আগে আলো দিয়ে সাজানো ট্র্যাক্টর প্যারেডের ভিডিও। যা শেয়ার করে দাবি করা হচ্ছে ২৬শে জানুয়ারী এই ধরণের মার্চ হতে চলেছে রাজধানীর রাজপথে।
iryfylke.net – https://iryfylke.net/julenissen-arrangerer-julekortesje-for-frivilligheten-pa-jorpeland/
YouTube video – https://www.youtube.com/watch?v=csObj1fonH4
Facebook post – https://www.facebook.com/danna.antonio/videos/10224189368112224
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
September 28, 2021
Paromita Das
September 27, 2021
Paromita Das
January 7, 2021