মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeFact CheckPoliticsবিজেপির বিক্ষোভ মিছিলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর স্লোগান দেওয়া হয়েছে? সম্পাদিত ভিডিও...

বিজেপির বিক্ষোভ মিছিলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর স্লোগান দেওয়া হয়েছে? সম্পাদিত ভিডিও মিথ্যে দাবি সমেত ভাইরাল ফেসবুকে 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি – বিজেপির বিক্ষোভ মিছিলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর স্লোগান দেওয়া হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ‘চোর ধরো, জেল ভরো’ লেখা কালো একটি ব্যানার ও বিজেপির পতাকা হাতে নিয়ে ভারতীয় জনতা পার্টির সমর্থদের মিছিল চলেছে এবং শোনা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে স্লোগান – ‘চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা’ .

ফেসবুকে এই ভিডিওটিকে পোস্ট করার সাথে সাথে ক্যাপশনে লেখা হয়েছে – ‘হ্যা আমিও ঠিক শুনছি আপনারাও শুনে নিনি

বিজেপির কর্মী সমর্থকরাও ‘শিশিরের এই চোর মীরজাফর এবং লোডশেডিং ব্যাটাটা কে’ মন থেকে মেনে নিতে পারেনি, তাই আসল সত্যিটা মুখ থেকে শ্লোগান হয়ে বেরিয়ে এসেছে।

চোর চোর চোরটা শিশিরের ব্যাটাটা…’ 

Courtesy : Facebook/ ritam.pramanik.737
Courtesy: Facebook /SK Ukil Ahamed .

Fact check / Verification 

বিজেপির বিক্ষোভ মিছিলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর স্লোগান দেওয়া হয়েছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করার জন্য আমরা প্রথমে ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে রিভার্স ইমেজ করি , কিন্তু আমরা আশানুরূপ কোনো ফল পাইনি। 

আরো পড়ুন: তৃণমূলের জনসভায় সিপিএম সরকারকে সৎ রাজনৈতিক দল বললেন মমতা? ভবানীপুরের উপ-নির্বাচনের ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ফের ছড়ালো সোশ্যাল মিডিয়াতে

এরপর আমরা ফেসবুকে ‘বিজেপি চোর ধরো জেলে ভরো’ কথাটি লিখে খোঁজার পর কিছু ভিডিও পাই। ভিডিওগুলোর মধ্যে আমরা অনুসন্ধান করতে থাকি ভাইরাল এই ভিডিওটির। এই পর্যায়ে আমরা BYGM Asansol এবং কৌশিক চক্রবর্তী নামের দুটি ফেসবুক পেজের লিংক পাই যেখানে একটি ভিডিও আপলোড করা হয়েছে ৫ই অগাস্টে।  ভিডিওটির সাথে লেখা হয়েছে  ‘ভারতীয় জনতা পার্টির ডাকে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কুমারডিহি গ্রামে ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও দুর্নীতি মুক্ত, তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গের দাবীতে ” চোর ধরো জেল ভরো জেলে ভরো কর্মসূচী নিয়ে রাস্তায় বিজেপি উপস্থিত ছিলেন আসানসোল জেলা যুব মোর্চার সভাপতি শ্রী সন্তোষ মুখার্জী সহ অন্যান্য কার্যকর্তাগণ!’ 

বিজেপির বিক্ষোভ মিছিলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর স্লোগান দেওয়া হয়েছে এই দাবিতে ভাইরাল ভিডিওতে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে চোখে কালো চশমা পরে, ওনার সামনে এক মহিলা রয়েছন হলুদ-কালো শাড়ী পরে এবং সব শেষে কর্মী-সমর্থকদের হাতে কালো ব্যানার যেখানে লেখা ‘চোর ধরো জেল ভরো’ এই তিনটে বিষয় আসল ভিডিওতেও আমরা দেখি।  

Screenshot taken from the viral video
Screenshot from the authentic video

আমরা কৌশিক চক্রবর্তীর সাথে যোগাযোগ করি এবং ওনাকে এই ভাইরাল ভিডিওটির সম্পর্কে জানাই। তিনি বলেন এটি আসানসোল লোকসভার পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি গ্রামের একটি মিছিলের ভিডিও। তিনি আরও জানিয়েছেন ভাইরাল ভিডিওটি বিরোধী পক্ষের তরফ থেকে তোলা হয়েছে বলে মনে হচ্ছে এবং ‘চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা’ এই স্লোগানটি এডিট করে বসানো হয়েছে। আসল ভিডিওতে বিজেপি কর্মী-সমর্থকরা ‘বিজেপি জিন্দাবাদ, তৃণমূলের সবাই চোর’ এই স্লোগান রয়েছে। অর্থাৎ ভিডিওটির স্লোগানটি ইচ্ছাকৃত সম্পাদিত করা হয়েছে।  

বিজেপির বিক্ষোভ মিছিলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর স্লোগান দেওয়া হয়েছে – দাবিটি মিথ্যে 

অন্যদিকে গুগলে খোঁজার পর এবিপি আনন্দের একটি ইউটুউব ভিডিও পাই। এই বছর কলকাতার আশুতোষ কলেজের পড়ুয়ারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে এবং ওনার উদ্দেশ্যে চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা স্লোগান দিতে থাকে। যা শুনে কার্যত শুভেন্দু অধিকারী নিজের মেজাজ হারিয়ে ফেলেন। গাড়ি থেকে নেমে তিনি বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে বিজেপির বিক্ষোভ মিছিলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর স্লোগান দেওয়া হয়েছে এই দাবিতে ভাইরাল ভিডিওটি এডিট করা। আসল ভিডিওতে শুভেন্দুর বিরুদ্ধে এই ধরণের স্লোগান নেই।  

Result: Altered Photo/ Video

Our sources

ABP Ananda YouTube video
Facebook videos
Ground verification


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular