সম্প্রতি দক্ষিণ ভারতের কেরলের অনন্ত পদ্মনাভস্বামী মন্দিরের কুমির মারা গিয়েছে। অন্যদিকে কলকাতায় লক্ষ্মী পুজোর দিন মোমিনপুরে গোষ্ঠী সংঘর্ষের কারণে বেশকিছু দোকান লুঠ করা হয়েছে, গাড়ি ভাংচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার আবহে ফেসবুকে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। আজকের Weekly Wrap এ জানুন সেই সমস্ত ছবির আসল তথ্য।

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন বোলার জাহির খানের উইকেট নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভুল তথ্য
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন বোলার জাহির খানের উইকেট নিয়ে ওনার জন্মদিনের দিনে মিথ্যে পোস্ট ভাইরাল হয়েছে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পাবেন

কেরলের অনন্ত পদ্মনাভস্বামী মন্দিরের বাবিয়া কুমিরের মৃত্যুর আবহে ছড়ালো পৃথক ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে কেরলের অনন্ত পদ্মনাভস্বামী মন্দিরের বাবিয়া কুমিরের মৃত্যুর আবহে মধ্য আমেরিকার কোস্টারিকার মৎসজীবি চিতো ওনার পোষা কুমির পোচোর ছবি ছড়িয়েছে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পাবেন

আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের ছবি বিভ্রান্তিকর দাবি সমত ছড়ালো
আমির খানের আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের ছবি বিভ্রান্তিকর দাবি সমত ছড়ালো সোশ্যাল মিডিয়াতে। এই ছবিকে ঘিরে দাবি করা হয়েছে যতদিন আমির খানের সাথে কিরণের সম্পর্ক ছিল ততদিন ওনার ভারতে থাকতে ভয় লাগতো, আর এখন যখন ওনাদের বিচ্ছেদ হয়েছে তখন আর কিরণের একা একা ঘুরতে কোনো ভয় লাগছে না দাবিই ভুল। ছবিটি ২০১৯ সালের এবং ওনাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে ২০২১।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পাবেন

CNN এর রিপোর্ট অনুসারে বিশ্বের দুর্নীতিপরায়ণ দলের তালিকায় রয়েছে বিজেপি?
CNN এর রিপোর্ট অনুসারে বিশ্বের দুর্নীতিপরায়ণ দলের তালিকায় রয়েছে বিজেপি এই দাবিটি ভুল প্রমাণিত হয়েছে আমাদের অনুসন্ধানে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পাবেন

কলকাতার মোমিনপুরে গোষ্ঠী-সংঘর্ষের আবহে ফেসবুকে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে কলকাতার মোমিনপুরে গোষ্ঠী-সংঘর্ষের আবহে ফেসবুকে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি। ছবিটি ২০১৯ সালের যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সময় ছড়িয়েছে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পাবেন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।