সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কিছু পোস্ট ছড়িয়েছে যেখানে দাবি করা হয়েছে ওনাকে চীনের উপরাষ্ট্রপতি ভারতের সব থেকে সৎ রাজনীতিবিদ বলেছেন। ভারতীয় রেলের বিলগ্নিকরণের আবহেও ভাইরাল হয়েছে বিভ্রান্তিকর পোস্ট। আজকের weekly wrap এ জানুন সেই সব ভাইরাল দাবির সত্যতা।

চীনের উপরাষ্ট্রপতির মমতা ব্যানার্জীকে ভারতের সবথেকে সৎ রাজনীতিবিদ বলার খবরটি পুনরায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চীনের উপরাষ্ট্রপতির মমতা ব্যানার্জীকে ভারতের সবথেকে সৎ রাজনীতিবিদ বলার খবরটি ২০১৫ সালের, যা বর্তমানে আবারও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

কৃষক আন্দোলনের মহাপঞ্চায়েত সভার আবহে ভাইরাল হলো অপ্রাসঙ্গিক ছবি
আমাদের পর্যবেক্ষণ অনুসারে সম্প্রতি উত্তর প্রদেশের মুজাফফরনগরে কৃষক আন্দোলনের মহাপঞ্চায়েত সভার আবহে ভাইরাল হয়েছে বছর তিনেক আগের ছবি। ২০১৮ সালে দিল্লির রাজপথে কৃষক-শ্রমিক সংঘর্ষ মিছিলের ছবি বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।

মোদি সরকার আদানি কোম্পানির কাছে ভারতীয় রেল বিক্রি করে দিয়েছে?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ভারতীয় রেলের বিলগ্নিকরণ করার আবহে ফেসবুকে ভাইরাল দাবি মোদি সরকার আদানি গ্রুপের কাছে ভারতীয় রেল বিক্রি করে দিয়েছে এই দাবিটি মিথ্যে।

বিশ্ব বাংলার তরফ থেকে রোনাল্ডোকে শংসাপত্র দেওয়া হয়েছে?
অনুসন্ধানে প্রমাণিত যে ফেসবুকে ভাইরাল বিশ্ব বাংলা থেকে রোনাল্ডোকে শংসাপত্র দেওয়া হয়েছে – এই ছবিটি আসলে জাল। আসল ছবিতে রোনাল্ডো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃক ২০০৩ ও ২০২১ সালের মধ্যে সব থেকে বেশি গোল করার বিশ্ব রেকর্ডার শংসাপত্র সমেত রয়েছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার মাঝেই বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল ভিডিও ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার মাঝেই বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন এটি আসলে অসম্পূর্ণ ভিডিও। আসল ভিডিওতে জো বাইডেনকে ঘুমিয়ে পড়তে দেখা যায়নি।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।