Fact Check
Weekly Wrap:সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী ও বঙ্গের মুখ্যমন্ত্রীকে ছড়ানো দাবিগুলোর সত্যতা জানুন

ফেসবুকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন বিজেপি মন্ত্রী মুকুল রায়, ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে ভাইরাল হয়েছে কিছু দাবি। আজ জানুন সেই সমস্ত ভাইরাল দাবির সত্যতা।

এই প্রথম প্রধানমন্ত্রী মোদির অধীনে ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তার সভাপতিত্ব করবে?
ফেসবুকে ভাইরাল দাবি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব এই প্রথম ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই দাবিটি বিভ্রান্তিকর, কারণ এর আগেও ভারত বহুবার এই পরিষদের সভাপতি পদের দায়িত্ব পেয়েছিলো।

তৃণমূলের কন্যাশ্রী নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে উল্লেখ করলেন হাভার্ডের সমাজতত্ববিদ?
ফেসবুকে ভাইরাল দাবি তৃনমুল সরকারের প্রকল্প কন্যাশ্রী নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে নিজের গবেষণায় উল্লেখ করেছেন বিশিষ্ট সমাজতত্ববিদ তামারা গ্রিসবি – দাবিটি আসলে বিভ্রান্তিকর। তামারার কোনো গবেষণাপত্রে বা রাজ্যের নারী ও শিশু কল্যাণ বিভাগে এই ধরণের দাবির কোনো উল্লেখ নেই।

ইউরোপের মহিলা হকি দল আরএসএসে যোগদান করেছে এবং গেরুয়া রঙের পোশাক পরে মাঠে নেমেছে?
ফেসবুকে ভাইরাল দাবি ইউরোপের মহিলা হকি দল আরএসএসে যোগদান করার পর গেরুয়া রঙের পোশাক পরে মাঠে নেমেছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই দাবিটি মিথ্যে। মহিলা হকি দলের যে ছবিটি ভাইরাল হয়েছে তা নেদারল্যান্ডের হকি দলের এবং প্রথম থেকেই তাদের খেলার পোশাকের রং কমলা।

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কাটমানির অভিযোগ আনার মুকুল রায়ের পুরোনো ভিডিও ফের ভাইরাল হলো
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কাটমানির অভিযোগ এনেছেন বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় এমনই দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ২০১৯ সালের এই ভিডিওটি বর্তমানে বিভ্রান্তিকর দাবি নিয়ে ছড়িয়েছে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।