সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভবানীপুরের উপ-নির্বাচনের প্রেক্ষাপটে ভাইরাল হয়েছে একটি দাবি যেখানে বলা হয়েছে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী উপ-নির্বাচনে মুখ্যমন্ত্রীর জয় কামনা করে টুইট করেছেন, অন্য দিকে কৃষক আন্দোলনের আবহে ভাইরাল কিছু ছবি যা এই আন্দোলন সম্পর্কিত নয়। জানুন সেই সব ভাইরাল দাবির আসল তথ্য আজকের Weekly Wrap এ।

কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে ডাকা ভারত বনধের আবহে ভাইরাল হলো অপ্রাসঙ্গিক ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে ডাকা ভারত বনধের আবহে ভাইরাল হয়েছে কিছু পুরোনো ও অপ্রাসঙ্গিক ছবি।

লকেট চ্যাটার্জী ভবানীপুরে মমতা ব্যানার্জীর জয় কামনা করে টুইট করেছেন !! বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো বিজেপি নেত্রীর টুইট
লকেট চ্যাটার্জী ভবানীপুরে মমতা ব্যানার্জীর জয় কামনা করে টুইট করেছেন এই দাবিটি আমাদের অনুসন্ধানে বিভ্রান্তিকর প্রমাণিত হয়েছে। তৃণমূলের মুখ্যপাত্র কুনাল ঘোষকে কটাক্ষ করেই লকেট এই টুইটটি করেছেন।

২৫শে নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল-কলেজ? ফেসবুকে ছড়ালো মিথ্যে তথ্য
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ও হোয়াট্সঅ্যাপের্ মাধ্যমে ভাইরাল হওয়া দাবি ২৫শে নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল-কলেজ আসলে মিথ্যে। রাজ্য শিক্ষা পর্ষদ ও নিউজ ১৮ বাংলার তরফ থেকে এই ধরণের কোনো সংবাদ সম্প্রচারিত হয়নি।

প্রধানমন্ত্রী মোদির আমেরিকা সফরকে ঘিরে ভাইরাল হলো পুরোনো ও অপ্রাসঙ্গিক পোস্টারের ছবি
প্রধানমন্ত্রী মোদির আমেরিকা সফরকে ঘিরে হিটলার ও মোদির পোস্টারের ছবিটি ২০১৯ সালের যখন প্রধানমন্ত্রী আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে গিয়েছিলেন। বর্তমানে সেই ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।