বীরভূমের রামপুরহাটে হত্যাকাণ্ডের আবহে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের একটি ছবি পোস্ট করেছেন বাংলার বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার আর দাবি করেছেন বাংলায় রাজনৈতিক দল ও শাসক দলের মধ্যে বিভেদ মুছে গেছে। অন্যদিকে ঘাসফুলের ব্যারাকপুরের বিধায়ক রাজ্ চক্রবর্তীকে দাবি তিনি নাকি সপরিবারে আজমের শরীফে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। উপ-নির্বাচনের আবহে মেয়র ফিরহাদ হাকিমের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ওনাকে বলতে শোনা যাচ্ছে, সবাই জানে বালিগঞ্জ থেকে তৃণমূল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। আজকের Weekly Wrap এ জানুন এই ধরণের দাবির সত্যতা।

হিজাব বিতর্কের মাঝে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হলো বাংলাদেশের ভিডিও
আমাদের অনুসদ্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে হিজাব বিতর্কের মাঝে বিভ্রান্তিকর দাবি সমেত বাংলাদেশের চট্টগ্রামের অন্তঃসত্ত্বা নারী সেজে মদ পাচারে গ্রেপ্তার হওয়ার ভিডিওটি ছড়িয়েছে।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

আজমের শরীফে গিয়ে রাজ চক্রবর্তী সপরিবারে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে আজমের শরীফে গিয়ে রাজ চক্রবর্তী সপরিবারে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এই দাবিটি মিথ্যে। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী ও ওনার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সোশ্যাল মিডিয়াতে আজমের শরীফের যে ছবিগুলো রয়েছে তাতে কোথাও বলা হয়নি যে ওনারা নিজের ধর্ম পরিবর্তন করেছেন।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

ফেসবুকে চিকিৎসা ও বেকারত্বকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক পোস্টে ছড়ালো পৃথক রাজ্যের ছবি
ফেসবুকে মমতা ব্যানার্জী সাপোর্টার্স নামের পেজ থেকে চিকিৎসা ও বেকারত্বকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক পোস্টে দুটি ছবি ব্যবহার করেছে যেখানে দুজন ব্যক্তিকে কাঁধে করে শবদেহ বয়ে আনতে দেখা যাচ্ছে, এবং দাবি করা হয়েছে ঘটনাটি দুটি একই গ্রামের। কিন্তু প্রকৃত পক্ষে ছবি দুটি একটি ওড়িশার একটি ছত্তিশগড়ের।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

রামপুরহাটের হত্যাকাণ্ডের আবহে বঙ্গ বিজেপি সভাপতি ফেসবুকে পোস্ট করলেন অনুব্রত মন্ডলের পুরোনো ও অপ্রাসঙ্গিক ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে রামপুরহাটের হত্যাকাণ্ডের আবহে বঙ্গ বিজেপি সভাপতি ফেসবুকে পোস্ট করেছেন অনুব্রত মন্ডলের পুরোনো ছবি।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বলে দাবি করেছেন ফিরহাদ?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে বালিগঞ্জের উপ-নির্বাচনের আবহে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যাচ্ছে বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে তা আসলে বিভ্রান্তিকর। তিনি এই কথাটি বললেও পরে শুধরে নেন।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।