Fact Check
Weekly Wrap: মমতা ব্যানার্জী থেকে সুধা মূর্তি, চন্দ্রায়ণ থেকে মার্স অরবিটার, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের ছড়াছড়ি

মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কাজি নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন? না, ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত
কোনও প্রমাণ নেই যে মমতা বলেছেন মহাভারতের রচয়িতা নজরুল ইসলাম। নিউজচেকার সত্য যাচাই করার পরে নিশ্চিত করেছে যে ওই দাবি বিভ্রান্তিকর।
সম্পূর্ণ প্রতিবেদটি এখানে পড়ুন

বিশ্ব ফোটোগ্রাফি দিবসে কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা বানানো ছবি ভাইরাল হলো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত বিশ্ব ফোটোগ্রাফি দিবসে কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা বানানো ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।
সম্পূর্ণ প্রতিবেদটি এখানে পড়ুন

সমাজসেবী সুধা মূর্তির ছবি ভুল দাবি সমেত ছড়ালো ফেসবুকে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ইনফোসিসের কর্ণধার সুধা মূর্তির ছবি ভুল দাবি সমেত ছড়ালো। পোঙ্গল ও বেঙ্গালুরুর একটি তিনদিনব্যাপী অনুষ্ঠানে সুধা মূর্তির উপস্থিতির ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদটি এখানে পড়ুন

চন্দ্রযান ৩ এর সাফল্যের ছবি হিসেবে দাবি করে ‘মার্চ অরবিটার স্পেসক্রাফট’-এর সাফল্যের পুরোনো ছবি ভাইরাল হল
নিউজচেকারের তদন্তে প্রমাণিত হয়েছে, ভাইরাল ওই পোস্টগুলিতে যে দাবি করা হয়েছে- তা ভুল। পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিটি চন্দ্রযান-৩-এর সাফল্যের সঙ্গে সম্পর্কিত নয়। সেটি ২০১৪ সালে মঙ্গলযানের সাফল্যের পরে তোলা ছবি।
সম্পূর্ণ প্রতিবেদটি এখানে পড়ুন

ভাইরাল ভিডিওটি কি চন্দ্রযান ৩- এর নেওয়া চাঁদের দক্ষিণমেরুর দৃশ্য? জানুন এই ভিডিওর সত্যতা
সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, ভাইরাল হওয়া এই ছবি ও ভিডিওগুলো চন্দ্রপৃষ্ঠের নয়, মঙ্গলের। আর এই ছবিগুলো চন্দ্রযান ৩ নয়, Mars Curiosity Rover -এর তোলা।
সম্পূর্ণ প্রতিবেদটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।