ফেসবুকে সম্প্রতি বেশকিছু দাবি ভাইরাল হয়েছে যা আমাদের অনুসন্ধানা প্রমাণিত হয়েছে মিথ্যে। যেমন বাংলাদেশের Coke Studio কনসার্টকে ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা এই অনুষ্ঠান সম্পর্কিত নয়। অন্যদিকে ভারতীয় রেল নিয়ে নতুন দাবি যে যাত্রীরা অতিরিক্ত মাল বহন করলে আবার থেকে বেশি টাকা গুনতে হবে, ব্যাঙ্ক নোটে জাতির জনক মহাত্মা গান্ধীর বদলে থাকবে রবীন্দ্রনাথ ও এপিজে আব্দুল কালামের ছবি। আজকের Weekly Wrap এ জানুন সেই সমস্ত দাবীর আসল তথ্য।

বাংলাদেশের কোক ষ্টুডিওর স্টেজ ভেঙে যাওয়ার আবহে ছড়ালো পুরোনো ও অপ্রাসঙ্গিক কনসার্টের ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বাংলদেশের কোক ষ্টুডিওর স্টেজ ভেঙে যাওয়ার আবহে ফেসবুকে একটি কনসার্টের ভিডিও ছড়িয়েছে যা এই ঘটনার নামে বহু ফেসবুক ব্যবহারকারী আপলোড করেছে, যদিও এই ভিডিওটি অপ্রাসঙ্গিক ও ২০১৮ সালের।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়তে পড়ুন

ভারতীয় রেল যাত্রীদের লাগেজ বহনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো বিভ্রান্তিকর দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভারতীয় রেল যাত্রীদের লাগেজ বহনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে অতিরিক্তি মাল বহনের করলে জরিমানা দিতে হবে এই দাবিটি বিভ্রান্তিকর। ভারতীয় রেল এই ধরণের কোনো নিয়ম লাগু করেনি।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়তে পড়ুন

ভারতীয় নোটে এবার থেকে মহাত্মা গান্ধীর বদলে থাকবে কালাম,রবীন্দ্রনাথের ছবি? সোশ্যাল মিডিয়াতে ছড়ালো মিথ্যে তথ্য
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি RBI সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নোটে এবার থেকে মহাত্মা গান্ধীর বদলে থাকবে এপিজে আব্দুল কালাম,রবীন্দ্রনাথের ছবি এই খবরটি সম্পূর্ণ মিথ্যে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে এই ধরণের কোনো সিদ্ধান্ত নেয়নি।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়তে পড়ুন

বিজেপির মুখপাত্র নুপূর শর্মার ইসলামের নবী মোহম্মদকে নিয়ে বিবাদিত বয়ানের আবহে ছড়ালো বাংলাদেশের বছর পুরোনো ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বিজেপির মুখপাত্র নুপূর শর্মার ইসলামের নবী মোহম্মদকে নিয়ে বিবাদিত বয়ানের আবহে ভাইরাল হয়েছে বাংলাদেশের ২০২০ সালের ফ্রান্সের রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলনের ভিডিও।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়তে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।