সম্প্রতি মারাঠা রাজ্যে মুখ্যমন্ত্রীর পদ শিবসেনা বাহিনীর মধ্যে শুরু হয়েছে গোষ্ঠীকোন্দল। দলের কয়েকজন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করার পর বিজেপি এই নাটকীয় পরিস্থিতিতে বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডের হাত ধরে এবং উদ্ধব ঠাকরেকে সরিয়ে একনাথ মুখ্যমন্ত্রীর আসনে বসেন। সোশ্যাল মিডিয়াতে এই আবহে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে যে এই ঘটনার সাথে সম্পর্কিত নয়। আজকের Weekly Wrap এ জানুন সেই সমস্ত দাবির সত্যতা।

সরকারের পতন আসন্ন জেনে শিবাজী ও বালাসাহেবের ছবি লাগালেন উদ্ধব ঠাকরে? মহারাষ্ট্রের রাজনৈতিক ডামাডোলের আবহে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি
সরকারের পতন আসন্ন জেনে শিবাজী ও বালাসাহেবের ছবি লাগালেন উদ্ধব ঠাকরে – দাবিটি সঠিক নয়। শিবসেনার বিধায়কদের বিদ্রোহ ঘোষণা করার অনেক আগে থেকে উদ্ধব ঠাকরের কার্যালয়ে শিবাজী ও বালাসাহেব ঠাকরের ছবি রাখা হয়েছে।
এই ছবিটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে পাবেন

স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী? পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী – ভিডিওটি ২০২১ সালের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদের সময়ের।
এই ছবিটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে পাবেন

Time ম্যাগাজিনে প্রধানমন্ত্রী মোদির সাথে হিটলারের ছবি ছেপেছে? না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভুল ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে Time ম্যাগাজিনের ‘#byebyemodi হ্যাশট্যাগ সমেত প্রধানমন্ত্রী মোদি ও হিটলারের যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে জাল।
এই ছবিটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে পাবেন

শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে একনাথ শিন্ডেকে তিলক লাগিয়ে আশীর্বাদ করেছেন? জানুন ভাইরাল ছবির সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মহারাষ্ট্রের একনাথ শিন্ডেকে নিয়ে চলতে থাকা ডামাডোলের আবহে সোশ্যাল মিডিয়াতে শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে একনাথ শিন্ডেকে তিলক লাগিয়ে আশীর্বাদ করেছেন এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে একনাথ নয় আনন্দ দীঘে রয়েছেন।
এই ছবিটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে পাবেন

টেবিল চেয়ারে ল্যাম্পের আলোয় বসে পড়ছেন বিদ্যাসাগর? ফেসবুকে ওনার নামে ভাইরাল ছবিটির আসল সত্য জানুন এখানে
আমাদের অনুসন্ধান অনুসারে বলা যেতে পারে টেবিল চেয়ারে ল্যাম্পের আলোয় বসে পড়ছেন বিদ্যাসাগর এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের।
এই ছবিটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে পাবেন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।