Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
হিন্দু ব্যক্তি থেকে হিন্দু পরিবারের শিশু-কন্যা, কোথাও বা হিন্দু পরিবার। বাংলাদেশে (Bangladesh) মৌলবাদীদের হাতে, হিন্দু-নিধন নিয়ে একের পর এক দাবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও আবার দাবি করা হয়েছে যে, ছত্তিশগড়ের বিলাসপুরে আয়োজিত, সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছেন বোরখা পরিহিত মুসলিম মহিলা। এবারের Weekly Wrap-তে, ওই দাবিগুলোর সত্যতা তুলে ধরা হল।

বাংলাদেশে পাথর দিয়ে থেঁতলে খুন হিন্দু ব্যক্তি? সাম্প্রদায়িক দাবি-সহ ভারতীয় সংবাদমাধ্যম ছড়ালো ভুয়ো খবর
ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশে কোনও হিন্দু ব্যক্তির উপর অত্যাচারের নয়। নিহত ব্যক্তি মুসলিম।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

হিন্দু ধর্ম গ্রহণ করলেন ইলন মাস্কের বাবা? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
ইলন মাস্কের (Elon Musk) বাবা ইরোল মাস্কের (Errol Musk) হিন্দু ধর্মগ্রহণের বিষয়টি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বাংলাদেশে মৌলবাদীদের হাতে খুন হিন্দু পরিবারের চারজন? জানুন আসল ঘটনা
ভাইরাল ভিডিয়োতে বাংলাদেশে (Bangladesh) হিন্দু (Hindu) পরিবারের চারজনকে খুনের যে দাবিটি করা হয়েছে, সেটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বাংলাদেশে খুন হিন্দু পরিবারের শিশু-কন্যা? তথাগত রায়ের ভাইরাল এই পোস্টের সত্যতা জানুন
নিহত শিশুটি হিন্দু (Hindu) নয়, বরং মুসলিম (Muslim) পরিবারের সদস্য ছিল।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ধৃত মুসলিম মহিলা? না, সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ভুয়ো সাম্প্রদায়িক দাবি
ছত্তিশগড়ে সরকারি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ধৃত দুই বোন হিন্দু, মুসলমান নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

এটা বাংলাদেশে এক হিন্দু নারীকে মারধরের দৃশ্য নয়, আসল সত্যিটা জানুন
ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের নয়। সেটি পশ্চিমবঙ্গের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 7, 2025
Tanujit Das
November 3, 2025