সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু দাবি ভাইরাল হয়েছে যেমন নুপূর শর্মার নতুন ভিডিও ভাইরাল হয়েছে নবীকে নিয়ে বির্তকিত মন্তব্য করার পর। নাগপুরের মেট্রো-ফ্লাইওভারের দৈর্ঘ্য পদ্মা সেতুর থেকেও বড়ো, বাংলাদেশের নড়াইলের সাম্প্রদায়িক হাঙ্গামা নিয়ে ভাইরাল হয়েছে কিছু ছবি। আজকের Weekly Wrapএ জানুন সেই সমস্ত দাবির সত্যতা।

রামেশ্বরম মন্দিরের ১২১২টি পিলারের ছবির নামে ভাইরাল হলো হোসাং শাহের সমাধির সম্পাদিত ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে তামিলনাড়ুর মাদুরাইয়ের রামেশ্বরম মন্দিরের ১২১২টি পিলারের ছবির নামে ছড়িয়েছে মধ্যপ্রদেশের হোসাং শাহের সমাধির ছবি।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়তে পারেন

সোশ্যাল মিডিয়াতে নবীকে নিয়ে বিতর্কের পর নুপূর শর্মার নতুন ভিডিওর নামে ছড়ালো চার বছর পুরোনো ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে নবীকে নিয়ে বিতর্কের পর নুপূর শর্মার নতুন ভিডিওর নামে ভাইরাল হলো ২০১৮ সালের মহারাষ্ট্রের ভিডিও।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়তে পারেন

অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে জাতি এবং ধর্মের উল্লেখ করতে হবে? সোশ্যাল মিডিয়াতে অগ্নিবীর প্রকল্পের নামে ছড়ালো বিভ্রান্তি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ ও তৃণমূলের সৌগত রায়ের করা দাবি অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে জাতি এবং ধর্মের উল্লেখ করতে হবে আসলে বিভ্রান্তিকর। অনেক আগে থেকেই ভারতীয় সেনাতে নিয়োগের সময় ধর্ম ও জাতের উল্লেখ করতে হয়।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়তে পারেন

বাংলাদেশের পদ্মা সেতুর থেকেও দীর্ঘ ব্রিজ তৈরি হলো নাগপুরে ? ফেসবুকে ভাইরাল দাবির সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত ফেসবুকে ভাইরাল বাংলাদেশের পদ্মা সেতুর থেকেও দীর্ঘ ব্রিজ তৈরি হলো নাগপুরে এই দাবিটি আমাদের অনুসন্ধানে মিথ্যে প্রমাণিত হয়েছে। দুই দেশের দুটি সেতু ভিন্ন কারণের জন্য নির্মিত হয়েছে তাই তাদের মধ্যে কোনো তুলনা চলেনা।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়তে পারেন

এটি নড়াইলের সাম্প্রদায়িক হামলার ছবি নয়
২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা ছাত্রদের আন্দোলনের ছবিকে নড়াইলে সনাতন ধর্মালম্বীদের উপর হামলার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়তে পারেন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।