Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়াতে নবীকে নিয়ে বিতর্কের পর নুপূর শর্মার নতুন ভিডিওর নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে নুপূর শর্মাকে বলতে শোনা যাচ্ছে ভারত টুকরো টুকরো হয়ে যাবে, রাম সেতু, রাম শুধু মাত্র একটি ধারণা, এর কোনো সত্যতা নেই। ভারতের কেউ যখন কাউকে বলে দেয় না যে কোনো ব্যক্তি কোন ধর্মের হবেন, তাহলে হিন্দু ধর্মকে কেন নিচু চোখে দেখা হবে – এবং আরো অনেক কিছু।
একটি সংবাদমাধ্যমের বিতর্ক সভায় জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়ার প্রসঙ্গে ইসলামের পয়গম্বর নবীকে নিয়ে আপত্তি জনক মন্তব্য করেন নুপূর। তারপর থেকেই টিভি চ্যানেল থেকে এই বিতর্ক সারা দেশে ছড়িয়েছে পরে। পরবর্তীতে বিজেপি থেকেও ওনাকে নিলম্বিত করা হয়েছে।
নবীকে নিয়ে বিতর্কের পর নুপূর শর্মার নতুন ভিডিওর নামে যেটি ভাইরাল হয়েছে তা আসলে কোন সময়ের জানার জন্য আমরা অনুসন্ধান চালাই। কারণ নুপূর শর্মাকে নিয়ে দেশে যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছিল তারপর ওনার কোনো নতুন বয়ান বা ভিডিও সংবাদ মাধ্যমে অবশ্যই ব্রেকিং নিউজের তকমা পাবে।
ভাইরাল ভিডিওটিকে কিছু কীফ্রেমের দ্বারা ভাগ করে নিয়ে খোঁজ চালাই, কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো কিছু পাইনি, একটি মাত্র ফেসবুকের ভিডিও ছাড়া। নুপূর শর্মার এই ভিডিওটি ২০১৮ সালের ২৪শে মে শিবশক্তি সঙ্গম নামের একটি ফেসবুকের পেজের থেকে আপলোড করা হয়েছিল। যদিও এটি ছাড়া আর কোনো বিস্তারিত তথ্য পাইনি। ভাইরাল ভিডিওতে নুপূর শর্মাকে যেমন হলুদ সালোয়ার ও সবুজ ওড়না পরে আছেন ২০১৮ সালের ভিডিওতেও আমরা একই পোশাকে দেখি নুপূর শর্মাকে। এই ভিডিওটিতে মারাঠি ভাষায় লেখা কিছু ব্যানার দেখি।
আরো পড়ুন : ক্ষিপ্ত জনতা নুপূর শর্মার বাড়ি ঘেরাও করেছে? ফেসবুকে ভাইরাল অপ্রাসঙ্গিক ভিডিও
এই সূত্র ধরে আমরা কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর গুগল থেকে নুপূর শর্মার একটি টুইট পাই। ২০১৮ সালের ২৫শে মে তিনি মহারাষ্ট্রের বনবাসী কল্যাণ আশ্রম দ্বারা আয়োজিত ‘ব্যাখ্যান’ অনুষ্ঠানে ‘জাতীয়তাবাদে নারী’ নিয়ে ভাষণ দেন।
বনবাসী কল্যাণ আশ্রমে ফেসবুকের পেজ আমরা খুঁজে সেখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আমাদের Newschecker এর হিন্দি টীম। জানা গিয়েছে এই ভিডিওটি ২০১৮ সালের। বনবাসী কল্যাণ আশ্রমে কর্মরত জিতেন্দ্র আগরওয়াল ভাইরাল ভিডিওটি দেখে বলেন ভিডিওটি এখানকার নয়, আজ থেকে প্রায় চার বছর আগের। একটি স্মৃতি সমারোহের অনুষ্ঠানে বিশিষ্ট অথিতি রূপে এসেছিলেন নুপূর শর্মা। এই অনুষ্ঠাটি প্রায় ১২ বছর ধরে চলেছে। এই বছর বিজেপির সাংসদ সুধাংশু ত্রিবেদী উপস্থিত ছিলেন।
আমরা এরপর অনুসন্ধান করি যে পয়গম্বর বিতর্কের পর ওনার কোনো নতুন ভিডিও এসেছে কিনা। ২৯শে মে ABP News এর একটি সাক্ষাৎকারের ভিডিও এবং ৫ই জুন ওনার টুইটার থেকে টিভি শোয়ের ঘটনাকে নিয়ে করা টুইট ছাড়া অন্য কোনো ভিডিও আমরা পাইনি।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে নবীকে নিয়ে বিতর্কের পর নুপূর শর্মার নতুন ভিডিওর নামে ভাইরাল হলো ২০১৮ সালের মহারাষ্ট্রের ভিডিও।
Our sources
Nupur Sharma‘s tweet on 24th May 2018
Facebook post on 24th May 2018
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025
Tanujit Das
January 29, 2025