রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckWeekly Wrap:পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আবহে প্রচার মঞ্চ থেকে অমিত শাহের মন্তব্য,পড়শি...

Weekly Wrap:পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আবহে প্রচার মঞ্চ থেকে অমিত শাহের মন্তব্য,পড়শি রাজ্য অসমে মুঘলরাজ্য স্থাপন ও সম্প্রতি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে সোশ্যাল মিডিয়ার ভাইরাল দাবিগুলোর সঠিক তথ্য জানুন

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

আগামী ২৭শে মার্চ থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে বহুঅপেক্ষিত ভোট। একদল যখন নির্বাচনের মঞ্চ থেকে দাঁড়িয়ে দাবি করছে সোনার বাংলা তৈরী করবে, তখন বিপক্ষ ও শাসক গোষ্ঠী জয় শ্রীরামের নামে আপত্তি তুলছে। রাজনৈতিক নেতাদের থেকে শুরু করে বাংলার তারকারা মেতে উঠেছে দলবদলের খেলায়। আর এই সুযোগে বাংলার বিধানসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়াতে অমিত শাহ, মমতা ব্যানার্জীকে নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তিকর সব দাবি।আমাদের আজকের আমাদের weekly wrap এ পাবেন সেই সব ভাইরাল দাবির সঠিক তথ্য।

বাংলার ভোটে জয়ী হলে দুধের নদী বইবে পঃ বঃ বললেন অমিত শাহ?

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময়কার মন্তব্য বঙ্গের আসন্ন নির্বাচনের আবহে ভাইরাল হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য। ২০১৭ সালে গোরক্ষপুরে ভোটের প্রচারের গিয়ে অমিত শাহ জানান বিজেপি সরকার যদি উঃ প্রঃ জেতে তাহলে এখানে বিকাশ স্বরূপ ডেয়ারি প্রকল্প হবে, বিদ্যালয়, হাসপাতাল তৈরী হবে। সাধারণ মানুষ রোজগার ও শিক্ষা পাবে।

অমিত শাহের দুধের নদী বইবে মন্তব্যের সঠিক তথ্য পান আমাদের weekly wrap এ জানুন ।

শিশু পাচাকারীরা সাথে দেখা গেলো স্বারষ্ট্রমন্ত্রীকে ?

কলকাতা থেকে মাদক কাণ্ডে জড়িত পামেলা গোস্বামীর ছবি ২০১৭ সালের শিশু পাচার চক্রের খবরের সাথে জুড়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ২০১৭ সালে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হন বিজেপির জুঁই চৌধুরী। সেই আটকের খবরের সাথে ভাইরাল হয়েছে পামেলা গোস্বামীর ছবি। 

অমিত শাহের সাথে পামেলার ছবির আসল তথ্য জানুন আমাদের weekly wrap এ জানুন।

বদরুদ্দীন আজমল ভারতের হিন্দুদের মুসলিম বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন?

AIUDF দলের প্রধান বদরুদ্দীন আজমলের(Badruddin Ajmal) একটি কাট-ছাঁট করা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই মর্মে যে তিনি ভারতকে ও হিন্দুদের মুসলিম বানাতে চান। ২০১৯ সালের লোকসভা ভোটার আগের এই ভিডিওটি বর্তমানে বিভ্রান্তিকর দাবি নিয়ে সর্বত্র ছড়িয়েছে। 

বদরুদ্দীন আজমলের ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ তথ্য আমাদের weekly wrap এ জানুন।

রোহিঙ্গা মুসলিমরা ভারতের হিন্দুদের নিশ্চিহ্ন করবে?

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও যা শেয়ার করে বলা হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা ভারতে থাকতে না পারলে হিন্দুদের হত্যা করবে, আসলে তা ২০১৭ সালের ভিডিও। মায়ানমারে রোহিঙ্গা হত্যা ও মোদীর বিরুদ্ধে প্রতিবাদের এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভুল দাবি নিয়ে শেয়ার হচ্ছে। 

এই ভিডিওটিকে নিয়ে ভাইরাল দাবির সম্পূর্ণ তথ্য আমাদের weekly wrap এ জানুন।

নন্দীগ্রামে মমতা ব্যানার্জীর পায়ের চোটে লাগানো ব্যাণ্ডেজের ছবি ভুঁয়ো ?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিনতিনেক আগে নন্দীগ্রামে একুশের নির্বাচনী প্রচারে যান এবং বুকে, হাতে ও পায়ে আঘাত পান। মমতার পায়ের চোট নিয়ে বিরোধী শিবির দাবি করেছেন ওনার এই ছোট আসলে একটি সাজানো নাটক, ভোটের আগে বঙ্গের মানুষদের থেকে সহানুভূতি অর্জন করার জন্য এই সব। যদিও তিনি দুই দিন ধরে ভর্তি রয়েছেন কলকাতার  এসএসকেএমে, বাঁ-পায়ে চোটের কারণে হয়েছে প্লাস্টার ও চিকিৎসা মন্ডলীর করা নজরে রয়েছে মমতা।  

মমতার পায়ে চোট নিয়ে ভাইরাল দাবির সম্পূর্ণ তথ্য আমাদের weekly wrap এ জানুন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular