সোশ্যাল মিডিয়াতে বিশ্বকাপকে নিয়ে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেমন কোথাও বলা হয়েছে ফুটবলের সম্রাট পেলে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেনা এবং তিনি গত হয়েছেন। আর্জেন্টিনার ক্যাপ্টেন লিও মেসি বলেছেন বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ ওনার আগের অন্যান্য খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। Weekly Wrap এ জানুন এই ধরণের দাবির আসল তথ্য।

পোল্যান্ডের ফুটবলার লেভানডোস্কি কি বলেছেন এই বছরের বিশ্বকাপ ব্রাজিল জিতবে?
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে পোল্যান্ডের ফুটবলার লেভানডোস্কি বলেছেন এই বছরের বিশ্বকাপ ব্রাজিল জিতবে এই ভাইরাল দাবিটি ভুল। লেভানডোস্কি আর্জেন্টিনার কাছ হেরে যাওয়ার পর এক সাংবাদিককে বলেছিলেন তিনি চান মেসির দল যেন বিশ্বকাপের শেষ ১৬তে যায়।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য পান এখানে

ব্রাজিলের বর্ষীয়ান ফুটবলার পেলের মৃত্যু হয়নি, সোশ্যাল মিডিয়াতে ছড়ালো মিথ্যা খবর
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ব্রাজিলের বর্ষীয়ান ফুটবলার পেলের মৃত্যু নিয়ে যে খবরটি ছড়িয়েছে তা মিথ্যা। তিনি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে স্থিতিশীল।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য পান এখানে

বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন মেসি? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো বিভ্রান্তিকর দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন মেসি এই দাবিটি সঠিক নয়।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য পান এখানে

৮২৩ বছর পর এই মাসে ৫টি জুম্মা পড়েছে? দাবিটি মিথ্যা
ডিসেম্বর মাসে ৮২৩ বছর পর এই মাসে ৫টি জুম্মা পড়েছে এই দাবিটি সঠিক নয়। এই বছরের এপ্রিল, জুলাই, সেপ্টেম্বর মাসেও ৫টি করে শুক্রবার পড়েছিল।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য পান এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।