সোশ্যাল মিডিয়াতে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঞ্জাব সফর নিয়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে একদল যুবক খালিস্তান জিন্দাবাদের স্লোগান দিচ্ছে, দাবি করা হয়েছে এই ভিডিওটি প্রধানমন্ত্রীর পাঞ্জাব সফরের সময়ের। অন্যদিকে উত্তর প্রদেশের কংগ্রেসের নেত্রীকে গুলি করা নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তিকর দাবি। আজকের Weekly Wrap এ পড়ুন সেইসব দাবির সত্যতা।

Harnaaz Sandhu মিস ইউনিভার্সের খেতাব পাওয়ার পর পাওয়া যাবে তিনমাসের ফ্রি রিচার্জ?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে হোয়াট্সঅ্যাপে ও ফেসবুকে ভাইরাল Harnaaz Sandhu মিস ইউনিভার্সের খেতাব পাওয়ার পর পাওয়া যাবে তিনমাসের ফ্রি রিচার্জ এই মেসেজটি জাল।
এই ফ্যাক্ট-চেকটির সম্পূর্ণ তথ্য পান এখানে

২০১২ ও ২০২২ সালের কেন্দ্রীয় সরকারের CRPF বাহিনীর নামে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো ভুল চিত্র
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত সোশ্যাল মিডিয়াতে ২০১২ ও ২০২২ সালের কেন্দ্রীয় সরকারের CRPF বাহিনীর নামে ছড়িয়েছে জম্মু কাশ্মীরে মোতায়েন বিশেষ কেন্দ্রীয় বাহিনীর ছবি।
এই ফ্যাক্ট-চেকটির সম্পূর্ণ তথ্য পান এখানে

যোগীর রাজ্যে কংগ্রেসের মহিলা নেতা রীতা যাদবকে গুলি করে খুন করা হয়েছে ?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুক, টুইটারে ভাইরাল দাবি যোগীর রাজ্যে কংগ্রেসের মহিলা নেতা রীতা যাদবকে গুলি করে খুন করা হয়েছে প্রকৃতপক্ষে মিথ্যে। রিতা যাদব জীবিত আছেন তার চিকিৎসার পর।
এই ফ্যাক্ট-চেকটির সম্পূর্ণ তথ্য পান এখানে

প্রধানমন্ত্রী মোদির পাঞ্জাব সফরের আবহে জিইয়ে উঠলো ‘খালিস্তান জিন্দাবাদের’ পুরোনো ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী মোদির পাঞ্জাব সফরের আবহে পাঞ্জাবের সিরহিন্দে ছোটো সাহেবজাদার স্মৃতিতে বাইক র্যালির ভিডিও যেখানে ‘খালিস্তান জিন্দাবাদের স্লোগান দেওয়া হয়েছিল সেই ভিডিওটি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।
এই ফ্যাক্ট-চেকটির সম্পূর্ণ তথ্য পান এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।