Fact Check
Weekly Wrap: রাম মন্দিরের অভ্যন্তরীন সজ্জা, রামচন্দ্রের মূর্তি ও নতুন কোভিড ভেরিয়েন্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবির সত্যতা জানুন

২০২৪এর জানুয়ারিতে ভক্তদের জন্য খুলতে চলেছে রামমন্দিরের দরজা, আর এই রাম মন্দির নিয়ে সোশ্যাল মিডিয়াতে দাবি রাম মন্দিরের মূর্তি তৈরী করেছেন দত্তপুকুরের মুসলিম শিল্পী। অন্যদিকে কোভিড নতুন ভেরিয়েন্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে ভুল দাবি। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্ত দাবির সত্যতা।

ফেসবুকে অযোধ্যার রাম মন্দিরের নামে ছড়ালো দিল্লীর অক্ষরধাম মন্দিরের ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত ফেসবুকে অযোধ্যার রাম মন্দিরের নামে ছড়ালো দিল্লীর অক্ষরধাম মন্দিরের ছবি। অযোধ্যার রাম মন্দিরের আবহে এই মন্দিরের ছবি পোস্ট করা হচ্ছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

অযোধ্যার মন্দিরের রামলালার মূর্তি বাংলার মুসলিম কারিগর গড়েছেন?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত অযোধ্যার মন্দিরের রাম লালার মূর্তি বাংলার মুসলিম কারিগর গড়েছেন এই দাবিটি বিভ্রান্তিকর। আমাদের প্রাপ্ত তথ্য যাচাই করে দেখেছি, রামলালার আসল মূর্তি নিয়ে যে তথ্য পেয়েছি তা অসম্পূর্ণ। শিশু বয়সের রামের তিনটি ভিন্ন মূর্তি ভারতের পৃথক স্থানে তৈরী হচ্ছে যার মধ্যে একটি স্থাপিত হবে গর্ভগৃহে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

কোভিডের সাম্প্রতিক বৃদ্ধির মধ্যেই এক্সবিবি ভেরিয়েন্ট নিয়ে পুরানো ‘বিভ্রান্তিকর’ পরামর্শ হোয়াটসঅ্যাপে ভাইরাল
ওমিক্রন এক্সবিবি ভেরিয়েন্টে মৃত্যুর হার বেশি, বা এটি পাঁচ গুণ বেশি ‘ক্ষতিকর’- ভাইরাল হওয়া এই হোয়াট্সঅ্যাপের পরামর্শবার্তা পুরানো এবং বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

‘ইউরোপে ইসলামের কোনও স্থান নেই’, ২০১৮ সালে ইতালির প্রধানমন্ত্রীর করা মন্তব্য সাম্প্রতিক মন্তব্য হিসেবে ভাইরাল
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ‘ইউরোপে ইসলামের কোনও স্থান নেই’ বলে করা পুরনো বক্তব্য ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

রাম মন্দিরের ভিতরের দৃশ্যের দাবিতে রামোজি ফিল্ম সিটির সেটের দৃশ্য ভাইরাল
উপরোক্ত তথ্য অনুসারে ভাইরাল হওয়া ভিডিয়োটি অযোধ্যার রাম মন্দিরের ভিতরের দৃশ্য নয়, তা হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চিত্ৰগ্ৰহণের সেট। ভাইরাল হওয়া ভিডিয়ো প্রসঙ্গে করা দাবিটি মিথ্যা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।