Authors
কৃষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত দিল্লি। আবার সন্দেশখালি কাণ্ডে উত্তপ্ত রাজ্য। কোথাও ট্রাক্টর নিয়ে নদী পাড় হওয়ার পুরনো ভিডিয়োকে কৃষক আন্দোলনের সঙ্গে জুড়ে দেওয়া। কোথাও বিজেপি নেত্রীকে সন্দেশখালির নির্যাতিতা বলে দাবি, কিংবা নারী নির্যাতনের পুরনো ভিডিয়োকে সন্দেশখালি বলে পোস্ট। এছাড়া, ISRO-র রকেট উৎক্ষেপণকে চিনে কৃত্রিম সূর্যোদ্বয় বলা। কিংবা অভিনেতা মিঠুন চক্রবর্তীর এডিটেড ছবি ছড়িয়ে দেওয়া। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্ত দাবির সত্যতা।
২০১৮ সালে বারাসতের ভিডিয়োকে সন্দেশখালিতে মহিলার উপর অত্যাচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
আমাদের অনুসন্ধানের পর স্পষ্ট করে বলা যায় যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে সন্দেশখালির কোনও যোগ নেই। ভিডিয়োটি ২০১৮ সালে বারাসতে বিজেপি নেত্রী নীলমা দে সরকারের উপর হামলার।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
আন্দোলনরত বিজেপি নেত্রী ও মুখ ঢেকে টিভিতে বসা সন্দেশখালির “অভিযোগকারিনী” একই মহিলা নন
আন্দোলনরত বিজেপি নেত্রী এবং সন্দেশখালির অভিযোগকারিনী এক নয়, দু’জন আলাদা মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
হলিউড অভিনেতাদের সাথে মিঠুন চক্রবর্তীর সম্পাদিত ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল ফেসবুকে
ফেসবুকে ভাইরাল দাবি ফেসবুকে হলিউড অভিনেতাদের সাথে ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর দুর্লভ ছবির নামে যেটি ভাইরাল হয়েছে তা এডিট করে বসানো হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
ট্রাক্টর চালিয়ে জলাশয়ে পাড়াপাড়ের ভিডিয়ো বর্তমান কৃষক আন্দোলনের নয়
ভিডিয়োটির সঙ্গে কৃষক আন্দোলনের কোনও যোগ নেই। সেটি ২০২২ সালে পাঞ্জাবের রূপনগরে অনুষ্ঠিত হওয়া বৈশাখি উৎসবের ভিডিয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
ISRO র রকেট উৎক্ষেপণের ভিডিও চীনের কৃত্রিম সূর্যোদ্বয়ের নামে ছড়ালো
আমাদের অনুসন্ধানে জানতে পারি ফেসবুকে ISRO র রকেট উৎক্ষেপণের ভিডিও চীনের কৃত্রিম সূর্যোদ্বয়ের নামে ছড়িয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
বুলডোজার দিয়ে মসজিদ ভাঙার ভিডিয়োটি চিনের নয়, বরং তুরস্কের
বুলডোজার দিয়ে মসজিদ ভাঙার ভিডিয়োটি চিনের নয়, বরং ২০২৩ সালের তুরস্কের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।