সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ত্রিপুরার বিক্ষোভ নিয়ে কিছু ভিডিও ছড়িয়েছে, অন্যদিকে T20 বিশ্বকাপের আবহে অপ্রাসঙ্গিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের রামকৃষ্ণ দেব, রবীন্দ্রনাথকে নিয়ে ভাইরাল দাবির সত্যতা জানুন আজকের এ।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ভিডিওটি ত্রিপুরা সম্পর্কিত নয়
সোশ্যাল মিডিয়াতে ত্রিপুরার নামে ভাইরাল হয়েছে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা ও খাজুরি খাস এলাকার CAA বিরোধী আন্দোলনের ভিডিও।

রামকৃষ্ণ দেব অশিক্ষিত, রবীন্দ্রনাথও বেশিদূর পড়াশোনা করেননি -দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে ছড়ালো বিভ্রান্তি
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দিলীপ ঘোষের রামকৃষ্ণ দেব অশিক্ষিত, রবীন্দ্রনাথও বেশিদূর পড়াশোনা করেননি – এই মন্তব্যটি বিভ্রান্তিকর।

শ্রীলঙ্কার অশোক বটিকা থেকে দেবী সীতার বসার পাথর তুলে দেওয়া হলো যোগীর হাতে?
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শ্রীলঙ্কার অশোক বটিকা থেকে দেবী সীতার বসার পাথর তুলে দেওয়া হলো যোগীর হাতে এই দাবিটি আসলে ভুল।

বাংলার সাঁতারু সায়নী দাসকে নিয়ে ফেসবুকে ছড়ালো বিভ্রান্তিকর পোস্ট
ফেসবুকে বাংলার সাঁতারু সায়নী দাসকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়েছে। ২০১৯ সালের পর তিনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হননি করোনার কারণে। ২০২২ এ তিনি হাওয়াই দ্বীপের মলকান চ্যানেল পার করার জন্য জলে নামবেন।

অস্ট্রেলিয়া পাকিস্তানের খেলার পর অস্ট্রেলিয়ার ফ্যান ভারত মাতার জয় বলেছে ? না,ভিডিওটি অপ্রাসঙ্গিক
T20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি অস্ট্রেলিয়া পাকিস্তানের খেলার পর অস্ট্রেলিয়ার ফ্যান ভারত মাতার জয় বলেছে , এই দাবিটি বিভ্রান্তিকর ও ভিডিওটিও অপ্রাসঙ্গিক।
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।