আগামী ২৭শে মার্চ থেকে শুরু হতে চলে বহুপ্রতীক্ষিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।এতদিন বাংলার নির্বাচন নিয়ে তেমন মাথা না ঘামালেও এই বছরে বঙ্গের নির্বাচন যে সারা ভারতের বিশেষ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর সিংহাসনে কে বসবে তানিয়ে বাড়তে শুরু হয়েছে উত্তেজনার পারদ। আর এই উত্তেজিত পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এমন কিছু পোস্ট যা বঙ্গের নির্বাচন কেন্দ্রিক এবং জনসাধারণের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছে। তেমন কিছু সেরা ফ্যাক্ট-চেক জানুন আমাদের আজকের Weekly Wrap এ।

Coffee House বিজেপির সমর্থকরা তান্ডব চালিয়েছে ?
২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বাংলা সিনেমার অভিনেত্রী ও বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলির জনসভায় বিজেপি দলীয় কর্মীদের মধ্যে মারামারির ছবি সোশ্যাল মিডিয়াতে কফি হাউজে (Indian Coffee House) গৌরিক তান্ডবের নামে ভাইরাল হয়েছে। রুপা গাঙ্গুলির সভায় দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতি কার্যত বাড়তে বাড়তে চেয়ার ছোড়াছুড়িতে পৌঁছায়।
এই দাবি সংক্রান্ত ফ্যাক্ট-চেক পড়ুন আমাদের Weekly Wrap এ।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই হাঁটতে শুরু করেছেন মমতা ব্যানার্জী?
সোশ্যাল মিডিয়ার ভাইরাল দাবি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই হাঁটতে শুরু করেন মমতা এই দাবিটি মিথ্যে ও মমতা ব্যানার্জীর যে ছবিটি এখানে ব্যবহার করা হয়েছে তা ২০১২ সাল থেকেই নানা রকম সংবাদ মাধ্যমের দ্বারা ব্যবহৃত হয়েছে। গতকাল তিনি কলকাতায় আসন্ন নির্বাচনের আগে একটি মিছিল করেন যেখানে তাকে হুইলচেয়ারে বসে মিছিলকে নেতৃত্ব দিতে দেখা গেছে। অর্থাৎ মাননীয়া এখন অসুস্থ আছেন, ওনার পায়ের চোটে রয়েছে ব্যাণ্ডেজ। মমতা জানিয়েছেন তিনি ঐ ভাঙ্গা পা নিয়েই সারা বাংলা ঘুরে প্রচারের কাজ করবেন।
এই দাবি সংক্রান্ত ফ্যাক্ট-চেক পড়ুন আমাদের Weekly Wrap এ।

ঝাড়গ্রামে অমিত শাহের জনসভায় ভিড় না হওয়ায় বাতিল হলো জনসভা?
ঝাড়গ্রামে অমিত শাহের জনসভায় ভিড় না হওয়ায় বাতিল হলো জনসভা- এই দাবিটি ভুল। অমিত শাহ নিজের টুইটারে বলেছেন ঝাড়গ্রাম যাওয়ার সময় ওনার হেলিকপ্টারে কিছু সমস্যার কারণে তিনি সময়মতো সভায় পৌঁছাতে পারেননি। অর্থাৎ ওনার জনসভা বাতিল হয়নি। উনি দেরিতে ঝাড়গ্রামের জনসভায় পৌঁছান এবং সভাকে নেতৃত্বে দেন।
এই দাবি সংক্রান্ত ফ্যাক্ট-চেক পড়ুন আমাদের Weekly Wrap এ।

ভোটে দাঁড়ানোর টিকিট না পেয়ে বিজেপির প্রার্থীরাই Samik Bhattacharya র সাথে হাতাহাতি করে ওনার জামা ছিঁড়ে দিয়েছে?
ফেসবুকে বিজেপির প্রবক্তা শমীক ভট্টাচার্যের(Samik Bhattacharya) আহত অবস্থার ছবিটি ২০২০ সালের অক্টোবর মাসের। এই ছবিটির সাথে দাবি করা হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে বিজেপির অভ্যন্তরেই শুরু হয়েছে গোলোযোগ। আর সেই সূত্রে শমীককে মারধর করে গাড়ি তছনছ করা হলো,কিন্তু এই দাবিটি ভুল।
এই দাবি সংক্রান্ত ফ্যাক্ট-চেক পড়ুন আমাদের Weekly Wrap এ।

অন্ধ্রে জগন মোহন রেড্ডির দুর্ঘটনার মতো মমতার পায়ের চোটও কি প্রশান্ত কিশোরের রাজনৈতিক পরিকল্পনার অংশ?
মমতা ব্যানার্জীর পায়ে চোট লাগার ঘটনা নিয়ে অনেকেই প্রশান্ত কিশোর(Prashant kishor)- রাজনীতির জাদুকরের কারসাজি কারণ আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী নির্বাচন। এই সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে পিকে, অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি(JM Reddy) ও মমতা ব্যানার্জীর ছবি দিয়ে বলা হয়েছে এটি প্রশান্তের একটি কৌশল, অন্ধপ্রদেশের ভোটের আগেও তিনি এই পন্থা বাতলে ছিলেন আর এখনও মমতাকে সেই একেই বুদ্ধি দিলেন ভোটের আগে। যদিও এই দাবি সম্পূর্ণ ভুল।
এই দাবি সংক্রান্ত ফ্যাক্ট-চেক পড়ুন আমাদের Weekly Wrap এ।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।