Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
ভাইরাল দাবি
সোশ্যাল মিডিয়া জুড়ে রাশিয়া নিয়ে একটি ভাইরাল পোস্টে বলা হয়েছে রাশিয়ান জনসাধারণকে ঘরে রাখার জন্য রাস্তায় সিংহ ছেড়ে দেওয়া হয়েছে। রাশিয়াতে যাতে করোনা ভাইরাস ভয়ানক রূপ ধারণ না করতে পারে তার জন্য রাস্তায় সিংহ ছেড়ে দেওয়া হয়েছে এবং এর ফলে ভয়ে লোকজন রাস্তায় বের হবে না।
বিশ্লেষণ
করোনা ভাইরাসের এমন প্রকোপ পড়েছে বিশ্বের প্রতিটি দেশে যে অত্যাধুনিক স্বাস্থ্য ব্যবস্থাও জবাব দিয়ে দিয়েছে এই ভয়াল রোগের সামনে। সোশ্যাল মিডিয়া এমনকি, খবরের চ্যানেল গুলিতেও এমন কিছু ছবি / তথ্য ছড়িয়ে পড়ছে যা আদৌ সত্যি নয় কিন্তু সাধারণ মানুষের মনে এর গভীর প্রভাব ফেলছে।
সম্প্রতি এমনই একটি ‘পোস্ট’ ভাইরাল হয়েছে রাশিয়াকে নিয়ে। ছবিটিতে দেখা যাচ্ছে, ফাঁকা সুনসান রাস্তা, রাস্তার পাশের আলোতে খালি রোডে একটি সিংহকে বিচরণ করতে দেখা যাচ্ছে। এই ছবিটির সাথে দাবি করে বলা হচ্ছে যে রাশিয়ার সরকার পক্ষ্য থেকে রাস্তায় এমন ৮০০টি সিংহ কে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে কিনা রাশিয়ার জন সাধারণ রাস্তায় বেরোতে না পারে। করোনা ভাইরাসকে ঠেকানোর এমন অভিনব পদ্ধতি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে।
কিন্তু সত্যি কি রাশিয়ান সরকার এই ভয়ঙ্কর পদ্ধতির সূচনা করেছে? এই প্রশ্ন ছাড়াও আরো একটি ব্যাপার আমাদের সামনে আসে যে কোথাও এই সংখ্যা ৮০০ আবার কোথাও ৫০০। এই দ্বন্ধের উত্তর পাওয়ার জন্য আমরা যে ছবিটি ভাইরাল হয়েছে তার Google reverse image Search করা শুরু করি। সেখান থেকে আমাদের যে তথ্যটি প্রাপ্ত হয় তা কোনো কিছুই প্রমানে ব্যর্থ হয়।
এরপর আমরা Yandex Search এর দ্বারা এই ছবিটির সম্পর্কে আরও গভীর তথ্য খোঁজার কাজ শুরু করি। Yandex Search থেকে এই ছবিটির আর কোথায় কোথায় ব্যবহার হয়েছে তা আমাদের সামনে আসে। এই পর্যায়ে আমরা যখন ছবিটি নিয়ে গভীর গবেষণা করি তখন ছবিটির মধ্যে যে রাস্তা দেখা যাচ্ছে সেখানে একটি লেখা দেখতে পাই। ছবিটিকে জুম্ করে দেখতে পাই সেখানে লেখা আছে Jorissen Street. Google- এই নামের স্ট্রিট কোথায় আছে দেখার জন্য সার্চ করলে জানতে পারি এটি আসলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মধ্যে অবস্থিত।
Google Keyword এর দ্বারা আমরা যখন ‘Lion in jorissen street’ গুগলে খুঁজি তখন জানতে পারি এটি আসলে ২০১৬ সালের জোহানেসবার্গের ঘটনা।
Daily Mail.uk এর একটি রিপোর্ট আমরা পাই যেখানে এই ঘটনার সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। ২০১৬ সালের এপ্রিল মাসে জোহানেসবার্গের রাস্তায় এই সিংহটিকে বৃহদাকার থাবা ফেলে খালি রাস্তায় ঘুরতে দেখা যায়। জানা যায় এই সিংহটির নাম কলাম্বাস যাকে কাছাকাছির কোনো এক সিংহ সালা থেকে ভাড়া করে নিয়ে আসা হয় একটি জীবজন্তুদের বিজ্ঞাপনের জন্য। সেখান থেকে কোনো ভাবে ছাড়া পেয়ে এই কান্ডটি ঘটায়। যদিও প্রতক্ষ্যদর্শীদের তৎপরতায় প্রাণী সংরক্ষণ কেন্দ্রে সঙ্গে সঙ্গে ফোন করা হলে তার এসে কলাম্বাসকে নিয়ে যায়।
Traveller 24 নামক ওয়েবসাইট থেকেও এই খবর কে ছাপা হয়েছিল।
আমাদের সব রকম অনুসন্ধান ও গবেষণাকে যাচাই করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে সোশ্যাল মিডিয়াতে রাশিয়ার প্রেসিডেন্টের কথায় রাস্তায় ৮০০/৫০০ সিংহকে ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণ হলো সাধারণ মানুষ যাতে রাস্তায় না বেরোতে পারে ও করোনা না ছড়ায় – এই দাবিটি সম্পূর্ণ ভুল। এই ছবিটি প্রকৃত পক্ষ্যে ২০১৬ সালের দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের রাস্তার ছবি। এর সাথে রাশিয়ার করোনা ভাইরাসকে ঠেকানোর কোনো সম্পর্ক নেই।
ব্যবহৃত টুলস
- Google Reverse Image Search
- Yandex search
ফলাফল: ভ্রান্তিমূলক দাবি
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.